শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

পথশিশু পুনর্বাসন কেন্দ্র হবে জেলা-উপজেলায়



স্বাস্থ্য ডেস্ক: ১৩ অক্টোবর’ ১৯: দেশের সব জেলা ও উপজেলায় পথশিশুদের জন্য পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
শনিবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘দেশে কোনো শিশু পথে থাকবে না ও কোনো শিশু মানবেতর জীবনযাপন করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০১৬ সাল থেকে পথশিশুদের জন্য ঢাকায় কারওয়ানবাজার ও কমলাপুরে দুটি পুনর্বাসন কেন্দ্র, ঢাকার আটটি স্থানে পথশিশু স্কুল পরিচালনা করে আসছে।’
সমাবেশে উপস্থিত শিশুদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘তোমরা আজ এখানে উপস্থিত হয়েছ তোমাদের অধিকার আদায়ের জন্য। সব ভয়ভীতি উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে।’
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘পথশিশুদের সংখ্যা ঢাকা শহরে বেশি। এসব সুবিধাবঞ্চিত ও পথশিশুর জন্য সরকার তাদের লেখাপড়ার পাশাপাশি কারিগরি দক্ষতা বৃদ্ধি, খেলাধুলার সুযোগ সৃষ্টি ও সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করেছে। এ সব শিশুর কাউন্সিলিং সেবা প্রদানের মাধ্যম বিভিন্ন সময়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সুবিধাবঞ্চিত এ সব শিশুকে শুধু পুনর্বাসন করলে হবে না পথশিশু হওয়ার কারণ অনুসন্ধান ও তা বন্ধ করতে কাজ করতে হবে।’
সভাপতির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেন, ‘সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পুনর্বাসনের মাধ্যমে বাংলাদেশকে পথশিশুমুক্ত করা হবে। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে এগিয়ে আসতে হবে।’
প্রতিমন্ত্রী বেলুন উড়িয়ে শিশু একাডেমি প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের সমাবেশ উদ্বোধন করেন। আলোচনা পর্ব শেষে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
http://bangla.amarhealth.com/kids-corner/14019/-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন