মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

শিশুদের স্বাস্থ্য সচেতনতায় সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সেবা কার্যক্রম


স্বাস্থ্য ডেস্ক: ২২ অক্টোবর ২০১৯: লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের সেন্ট্রাল লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের যৌথ উদ্যোগে গত ২০ ও ২১ অক্টোবর দুই দিনব্যাপী নগরীর জামাল খানস্থ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে ১৫০০ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানের আয়োজন করে।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ এর জেলা গভর্নর লায়ন কামরুন মালেক। তিনি বলেন, এই শিশুরাই হল আগামী দিনের ভবিষ্যৎ, এদের মধ্যে থেকেই বড় হয়ে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, সাংবাদিক ইত্যাদি। সুতরাং আমাদের সকলের উচিত স্কুলপড়ুয়াদের সুশিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করা।
সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন মো. মোহাম্মদ মোস্তাক হোসাইন, লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারি লায়ন জি কে লালা, কেবিনেট ট্রেজারার লায়ন এস এম আশরাফুল আলম আরজু, গভর্নর এডভাইজর লায়ন ডা. দুলাল দাশ, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন শেখ সামছুদ্দিন সিদ্দিকি, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এস এম কামাল পাশা, লায়ন কহিনুর কামাল, লায়ন অ্যাডভোকেট এম নুরুল ইসলাম, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সহ-সভাপতি লায়ন খোর্শেদ আনোয়ার চৌধুরী, লায়ন ফাতেমা ইসমত আরা চৌধুরী, বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইউছুপ ও হেডমাস্টার সাহিদা নাছরিন সিউলি এবং লিও জেলার জয়েন্ট ট্রেজারার লিও দীপ্ত দে, আরডি লিও ইরফান মোস্তফা, সেন্ট্রাল লিও ক্লাব সভাপতি লিও জায়েদ হোসেন, লিও রেজাউল করিম, লিও আসিফুল আলম, লিও জান্নাত স্নেহা প্রমুখ।http://bangla.amarhealth.com/kids-corner/14094/-------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন