স্বাস্থ্য
ডেস্ক: ২৭ অক্টোবর ২০১৯: হাঁপানি একটি জটিল রোগ। এর প্রাদুর্ভাব
সবসময় দেখা না গেলেও শীতে এর জ্বালাতন শুরু হয়। এছাড়া অতিরিক্ত ধূলা থেকেও হাঁপানি
সৃষ্টি হতে পারে। যাদের হাঁপানি রয়েছে সাথে সবসময় একটি ইনহেলার নিয়ে ঘুরতে হয় তাদের।
তবে হাঁপানি সৃষ্টি হওয়ার আরও একটি বড় কারণ আছে। আর তা হল চর্বি। শরীরের ভেতরে বায়ুপ্রবাহের
পথগুলোতে চর্বি জমে। যাদের ওজন অতিরিক্ত বেশি, তাদের এটি হয় বলে দাবি করছেন গবেষকরা।
ইউরোপিয়ার রেসপিরাটরি জার্নালে প্রকাশিত এ গবেষণায় বলা হয়, চর্বিকোষ মানুষের শরীরে
বায়ুপ্রবাহের জন্য দায়ী অঙ্গগুলোর গঠন পাল্টে দিতে পারে। যে হাঁপানি রোগের একটি বড়
কারণ।
এ গবেষণার প্রধান অস্ট্রেলিয়ার স্যার চার্লস গার্ডনার
হাসপাতালের জন এলিয়ট। তিনি বলেন, মানবদেহের ফুসফুসের ভেতরকার গঠন এবং শ্বাসতন্ত্রের
রোগে আক্রান্তদের ক্ষেত্রে এদের গঠনে কিরূপ পরিবর্তন আসে সেটি নিয়ে গবেষণা করা হচ্ছে।
গবেষণার সহকারী গবেষক পিটার নোবেল বলেন, শরীরের বাড়তি চর্বি ফুসফুসে জমে সেখানকার জায়গা
কমায় এবং বাড়ায় প্রদাহ। আমাদের ধারণা, এ থেকেই বায়ু সঞ্চালনকারী পথগুলো পুরু হয়ে বাতাস
চলাচলের মাত্রা কমিয়ে দেয়। হাঁপানি রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন