মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

সাতক্ষীরায় একসঙ্গে চার সন্তান প্রসব


স্বাস্থ্য ডেস্ক: ২৩ অক্টোবর ২০১৯:  দশ মাস দশ দিন মায়ের গর্ভে অবস্থানের পর পৃথিবীর আলো দেখে প্রতিটা শিশু। মাঝে মাঝে জমজ সন্তান জন্মের কথাও শোনা যায়। তবে এবার সাতক্ষীরার দেবহাটায় এক নারীর একসঙ্গে ৪ সন্তান প্রসবের মতো বিরল ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৩টি ছেলে ও ১টি মেয়ে সন্তান।
ওই নারীর স্বামী শরীফুল ইসলাম জানান, সোমবার তার স্ত্রী রুনা পারভীনের প্রসব বেদনা ওঠে। পরিবারের পক্ষ থেকে প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে সেখানে নিয়ে গেলে কিছু সময় তার চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন।
গরীব পরিবার হওয়ায় রুনা পারভিনকে তার পরিবারের সদস্যরা পুনরায় তাকে সাতক্ষীরা নিয়ে এসে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সফল অস্ত্রোচারের এক পর্যায়ে রাত ২টার দিকে রুনার গর্ভ হতে ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জন্ম হয়।
তবে ৪ সন্তানসহ তাদের মা এখনও পুরোপুরি সুস্থ নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন