স্বাস্থ্য
ডেস্ক: ২৮ অক্টোবর ২০১৯: কর্মস্থল, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান,
হাসপাতাল, শপিং মল, বিমানবন্দরসহ জনসমাগমস্থলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে রুল জারি
করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের
হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একইসঙ্গে পাবলিকপ্লেস ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট
ফিডিং কর্নার স্থাপনে নীতিমালা তৈরি করতে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে কেন নির্দেশ
দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, নারী ও শিশু
কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, সমাজকল্যাণ সচিব, বিমান ও পর্যটন সচিবসহ
সংশ্লিষ্টদের রুলে জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল
হালিম, অ্যাডভোকেট রাশিদুল হাসান ও জামিউল হক ফয়সাল।
২২ অক্টোবর নিরাপদ পরিবেশে ও স্বাচ্ছন্দ্যে মায়ের বুকের
দুধ পান করতে নয় মাসের শিশু উমাইর বিন সাদী ও তার মা অ্যাডভোকেট ইশরাত হাসান রিট করেন।
রিটে বলা হয়, এমন পরিবেশে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করতে হবে যেখানে কোনো মা সন্তানকে
বুকের দুধ পান করাতে অস্বস্তি বোধ করবে না। বা যৌন হয়রানির শিকার হবে না। সেটা নিশ্চিত
করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন