সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

ফিলিপাইনে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প



স্বাস্থ্য ডেস্ক: ২৯ অক্টোবর ২০১৯: দক্ষিণ ফিলিপাইনে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তাত্ক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, দক্ষিণ ফিলিপাইনের ম্যানিলা থেকে ৯২২ কিলোমিটার দক্ষিণে কোটাবাটো প্রদেশের তুলুনান শহরের উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।  
গত এক সপ্তাহ আগে দেশটির একই অঞ্চলে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সাতজন নিহত হয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন