শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু




স্বাস্থ্য ডেস্ক: ২৬ অক্টোবর ২০১৯: রাজধানীর ধানমণ্ডিস্থ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ এ খবর নিশ্চিত করেছে।
এর আগে আজ শনিবার সকাল নয়টা ২৫ মিনিটে ৬/এ এলাকার ঈদগাহ ময়দানের বিপরীতে একটি ১২তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা গেছে, ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং দুইজন নারী ও একজন পুরুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
প্রাথমিক ভাবে সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেলেও এখনও নিশ্চিত করে কিছু বলেনি ফায়ার সার্ভিস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন