সোমবার, ৩ জুন, ২০১৯

ভূত ।। BHOOT ।। GHOST।। ভূতেরাও ভয় পায় ।। ভূত বলতে কিছু নেই ।।

ভূতেরাও ভয় পায়।, ভূত বলতে কিছু নেই ভূত এক অশরীরী সত্তা যা ভয় দেখায় , জীবিত ব্যক্তির ঘাড় মটকায় এবং হত্যা করে ।কে এই ভূত! এর বাস্তব অস্তিত্ব কি আছে ? ভূতপূর্ব শব্দ থেকেই এসেছে বাংলা শব্দ ভূত। ভূত অনেক প্রকার- পেত্নী ,শাকচুন্নি , গেছো , মেছো ভূত, চোরাচুন্নি, নিশি, দেও, মামদো ভূত, আলেয়া, ডাইনী এরকম । ভূতে অবিশ্বাসীরা বলে ব্রেণে অক্সিজেনের ঘাটতি, হরমোনের অধিক্য কিংবা অত্যধিক মানসিক চাপ থেকে মুক্তির প্রত্যাশায় মানুষের অবচেতন মনে এরকম অনুভুতি হয়। ভূত দেখে। মনে করে তাকে চিবিয়ে খাবে। ভূতে ভয় পেলে পালস দ্রুত হয়, চোখ বড় হয়ে যায়, লোম দাড়িয়ে যায়। শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, পেরিফেরাল ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়, সেন্ট্রাল ব্লাড ভেসেলস টু ভাইটাল অরগান প্রসারিত হয়, মাংসপেশিতে রক্ত সঞ্চালন বাড়ে ফলে মাংসপেশিগুলো প্রস্তুত হয় ব্যবস্থা নেয়ার জন্যে। তাই ভূতে ভয় পাওয়া মানুষের চোখ বড় হয়ে যায়, শরীর শক্ত হয়ে আসে, ঘাম হয়। রাত গভীর না হলে ভূত দেখা দেয় না । দিনের বেলা ভূতেরা আসেনা । ভূতেরাও ভয় পায়। ভূত বলতে কিছু নেই।

https://youtu.be/mqM4avQN5gM

#ভূত #BHOOT #GHOST #FEAR #VUT #BHOOT FM #Paranormal_ Activities #amarhealth_com # ভূতের_ভয় #ডর #পিশাচ #পেত্নি #শাকচুন্নি #গেছো_ভূত #মেছো_ভূত #চোরাচুন্নি