মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

সাড়ে ৪ লাখ বেতনে বাংলাদেশী ডাক্তার নেবে ভুটান


স্বাস্থ্য ডেস্ক: ২২ অক্টোবর ২০১৯: বাংলাদেশের ডাক্তারদের চাকুরির জন্য ভুটানের স্বর্গদুয়ার খুলে গেল। বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিকেল অফিসার নেওয়ার কাজ শুরু করেছে ভুটান। এ পর্যায়ে আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দিচ্ছে ভুটান। তারা পর্যায়ক্রমে প্রয়োজনীয় চিকিৎসক বাংলাদেশ থেকেই নেবেন।
২০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও ভুটান সরকারের মধ্যে স্বাক্ষরিত এমওইউ -এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক ভুটানে নিয়োগ পাচ্ছেন এবং সহসাই কাজে যোগ দেবেন। তিনজন সাব-স্পেশালিস্টের পাশাপাশি একজন করে নিউনেটোলজিস্ট, গাইনি অনকোলজিস্ট ও ডেট্রো রেটিনা স্পেশালিস্ট নিয়োগ পাবেন।
চলতি বছরের এপ্রিলে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ঢাকায় সফরকালে স্বাস্থ্যখাতসহ ৫টি বিষয়ে সমঝোতা স্মারকে সই হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এ চুক্তি সই করেন।http://bangla.amarhealth.com/goodnews/14095/-------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন