শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

ইলেক্ট্রনিক সিগারেট নিষিদ্ধের চিন্তা সরকারের


স্বাস্থ্য ডেস্ক: ০৪ অক্টোবর’ ১৯: সরকার ইলেক্ট্রনিক সিগারেটসহ সব ধরনের ধুম্র উদ্গীরক তামাক পণ্যের উৎপাদন, আমদানি ও বিক্রি বন্ধ নিষিদ্ধ করার কথা ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা সচিব শেখ ইউসুফ হারুন। বৃহস্পতিবার স্বাস্থ্যে ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সাংবাদিকদের তিনি একথা জানান।
সচিব বলেন, ই-সিগারেটসহ নতুন ধরনের সব তামাক পণ্যের উৎপাদন, আমদানি ও বিক্রি যতো দ্রুত সম্ভব নিষিদ্ধ করতে হবে। শীর্ষ পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আমরা আলোচনা করব।
ভারত, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড ও সিঙ্গাপুরসহ ৩০টির বেশি দেশে এসব তামাক নিষিদ্ধের কথা তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে।
দেশে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ৩৫ শতাংশের বেশি মানুষ নানা রকম তামাক সেবন করে। তবে কি পরিমাণ মানুষ ই-সিগারেট পান করে তার সংখ্যা জানা যায় না। এর প্রভাব নিয়ে বলার মতো কোনো পরিসংখ্যানও নেই।
http://bangla.amarhealth.com/country_news/13961/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন