বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

এসডিজি অর্জনে সঠিক পথেই হাটছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী



স্বাস্থ্য ডেস্ক: ২১ নভেম্বর’১৯: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সফলভাবে এমডিজি অর্জনের পাশাপাশি বাংলাদেশ এখন এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের সঠিক পথেই রয়েছে। মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘বিশ্ব স্বাস্থ্য সেবায় লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি ।
মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিঞ্জপ্তিতে এই কথা বলা হয়। জাহিদ মালেক বলেন যে, ‘যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নের্তৃত্ব দিচ্ছেন, তাতে এসডিজির লক্ষ্যমাত্রায় বাংলাদেশ ২০৩০ সালের অনেক আগেই পৌঁছে যাবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমান ক্ষুধামন্দা নেই, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, মানুষের মাথাপিছু আয় এখন ১৯০৯ মার্কিন ডলার, জিডিপিতে বর্তমান প্রবৃদ্ধি ৮.১৩ শতাংশ। এর পাশাপাশি দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নতি ঘটছে।’
শিশুমৃত্যু ও মাতৃমৃত্যু হার উল্লেখযোগ্যভাবে কমেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন যে, ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক সেবার মাধ্যমে বর্তমানে দেশে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা চলে গেছে। বর্তমানে দেশের ৮ বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ, লিভার সিরোসিস রোগের জন্য আলাদা হাসপাতাল নির্মাণ কাজের প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষা বর্ধনের সভাপতিত্বে সম্মেলনে নেপালের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী উপেন্দ্র কুমার যাদব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্বাঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি ড. পুনম ক্ষেত্রপালসহ অন্যান্য দেশ থেকে আগত স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ, চিকিৎসক, বিভিন্ন সংস্থা প্রধান, বিভিন্ন দেশের সরকারি ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এসময় বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন