বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

কৃষি জমি নষ্ট করে শিল্প-কারখানা করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী




স্বাস্থ্য ডেস্ক: ০৭ নভেম্বর ২০১৯: কৃষি জমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প কারখানা গড়ে তুলতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি ইঞ্চি জমিতে উৎপাদন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। বুধবার সকালে কৃষক লীগের ১০ম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে ১৯৭২ সালের ১৯শে এপ্রিল কৃষক লীগ প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন তিন বছর অন্তর অন্তর হওয়ার কথা থাকলেও এর আগে মাত্র ৯ বার জাতীয় সম্মেলন হয়েছে সংগঠনটির।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এর দশম সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই কৃষি উন্নয়নে জাতির পিতার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, 'আওয়ামী লীগ বিনা সুদে কৃষি ঋণের ব্যবস্থা করেছে। বন্যায় যাতে একজন কৃষককেও না খেয়ে না থাকতে হয় সে ব্যবস্থাও করেছিল তাঁর সরকার।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন