স্বাস্থ্য ডেস্ক: ০৭ নভেম্বর ২০১৯: জয়পুরহাটে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে, আক্কেলপুর উপজেলার পৌর শহরের কলেজগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে শামীম হোসেন বাবু ও আব্দুল মজিদের ছেলে বাবু হোসেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ওবায়েদ জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলেন। তারা একটি মটরসাইকেলে করে ফেন্সিডিলগুলো পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে আক্কেলপুর পৌর শহরের কলেজ গেট এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। রাতে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬৮ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।