স্বাস্থ্য ডেস্ক: ২৬ নভেম্বর’১৯: ভারতের মধ্যপ্রদেশে দুই মাথা ও তিন হাতওয়ালা অদ্ভুত শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ।
রবিবার রাজ্যটির গাঞ্জবাসোদা এলাকায় ওই অদ্ভুত শিশুটির জন্ম দেন ববিতা আহিরওয়ার নামে এক নারী। নবজাতকটির দুটি মাথা, তিনটি হাত। এমনই বিরল ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ।
সদ্য ভূমিষ্ঠ শিশুসহ তার মা ২১ বছরের ববিতা আহিরওয়ার আপাতত আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আর পাঁচটি শিশুর মতো একটি হৃৎপিণ্ড নিয়ে জন্মালেও নবজাতকের তিনটি হাতে দুটি করে হাতের পাতা রয়েছে।
ববিতার এটি প্রথম সন্তান। তার বিয়ে হয়েছে দেড় বছর আগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন