স্বাস্থ্য
ডেস্ক: ১১ নভেম্বর ২০১৯: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর
উপজেলায় পুলিশ ও বিজিবি’র পৃথক চারটি অভিযানে এক হাজার ৪শ’ পিস ইয়াবা ও ৪৯৪ বোতল ফেনসিডিলসহ
আটক চারজন।
পুলিশ সুপার কার্যালয় জানায়, রোববার দুপুর ২টার দিকে গোমস্তাপুর
বাজার অটোষ্ট্যান্ড মোড় এলাকায় গোমস্তাপুর থানা পুলিশের অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার
হন সেলিম ও বাবুল।
এর আগে শনিবার রাত সোয়া ৯ টার দিকে নলডুবলী হটাৎপাড়া গ্রামের
একটি আমবাগানে অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। অভিযানে ৩৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার
হন জেনারুল।
এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের
অভিযানে ৫শ’ পিস ইয়াবা সহ গ্রেফতার হন ভাসানী।
অপর দিকে চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক
লে.কর্ণেল মাহমুদুল হাসান জানান,শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কামালপুর বিওপি’র একটি
টহল দল দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর আমবাগান নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন
১৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মাদক উদ্ধার ও গ্রেফতারের এসব ঘটনায় পৃথক আইনগত ব্যবস্থা
নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও বিজিবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন