মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

অবহেলিত শিশুর মস্তিষ্ক ছোট!



স্বাস্থ্য ডেস্ক: ০৮ জানুয়ারি’২০: অবহেলা, বঞ্চনা আর প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা শিশুদের মস্তিষ্ক অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। স্বাভাবিক পরিবেশের শিশুদের চেয়ে তারা ৮.৬ শতাংশ ছোট মস্তিষ্ক নিয়ে বেড়ে ওঠে। লন্ডনের কিংস কলেজের গবেষকরা রুমানিয়ার এতিমখানার শিশুদের ওপর সমীক্ষা চালিয়ে এ তথ্য জানিয়েছেন।
গবেষণার নেতৃত্ব দেওয়া অধ্যাপক এডমুন্ড সনুগা বলেন, ‘আমি টিভিতে ওই এতিমখানার খোঁজ পাই। সেখানকার শিশুরা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল না। খেলাধুলারও ব্যবস্থা ছিল না। তারা প্রায়ই রোগাক্রান্ত হতো। সেখানকার ৬৭ জনের সঙ্গে স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠা ২১ জনের ব্রেনের তুলনা করা হয়। এতে দেখা যায়, ৮.৬ শতাংশ ছোট ব্রেন নিয়ে বেড়ে উঠেছে অবহেলিত ওই শিশুরা।’
এর আগে যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা যায়, পরিবারের ভালোবাসায় বেড়ে ওঠা শিশুরাও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভোগে।
গবেষক অধ্যাপক মিতুল মেহতা বলেন, ‘আমরা ব্রেনের তিন অঞ্চলে দুই গ্রুপের মধ্যে গঠনগত পার্থক্য পেয়েছি। এ গবেষণা বুদ্ধিমত্তার পার্থক্য নির্ণয়ে সহায়তা করবে।’ অবশ্য অবহেলা ও বঞ্চনার শিকার শিশুদের মস্তিষ্ক কেন সংকুচিত হয়, সেটি এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
সূত্র : বিবিসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন