স্বাস্থ্য ডেস্ক- ১০ জানু’২০: বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও
জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন চলে গেলেন না ফেরার দেশে (ইন্নানিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ঢাকায় বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত
রাত পোনে ১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ডা. মোজাম্মেল
হোসেন বাগেরহাট-১ এবং বাগেরহাট-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি
শিশু, মহিলা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।
মোজাম্মেল
হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
শোকবার্তায়
রাষ্ট্রপতি বলেন, ‘একজন পার্লামেন্টারিয়ান হিসেবে ডা. মোজাম্মেল গণতন্ত্র ও এলাকার
উন্নয়নে বিপুল অবদান রেখেছেন।’
রাষ্ট্রপতি
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি
গভীর সমবেদনা জানান।
মোজাম্মেল
হোসেনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার মৃত্যু রাজনীতির
জন্য অপূরণীয় ক্ষতি।
ডা. মোজাম্মেল
হোসেনের পুত্র ড. মো. মাহমুদ হোসেন জানান, বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ৪ জানুয়ারি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের রেলরোডস্থ আওয়ামী লীগের কার্যালযের সামনে ডা. মোজাম্মেল
হোসেনের মরদেহ রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। জুম্মাবাদ ২টায় বাগেরহাট
শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান
টুকু জানান, বিকাল সাড়ে ৩টায় মোড়েলগঞ্জ এসএম কলেজ মাঠে জানাজা শেষে গ্রামের বাড়ি কচুবুনিয়াতে
তাঁর মরদেহ নেওয়া হচ্ছে। কচুবুনিয়া হাইস্কুল মাঠে বিকাল সাড়ে ৫টায় সর্বশেষ জানাযা শেষে
পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ডা. মোজাম্মেল
হোসেন আওয়ামী লীগের মনোনয়নে বাগেরহাট-১ এবং বাগেরহাট-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য
নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসন থেকে
সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ
ও শরণখোলা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার
পর আওয়ামী লীগের মন্ত্রিসভায় ডা. মোজাম্মেল হোসেন শিশু, মহিলা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের
প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। প্রবীণ এই সফল রাজনীতিবিদ ১৯৮৪ সাল থেকে প্রায়
৪০ বছর বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ১৯৭৯
সালে বাগেরহাট মহাকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ডা. মোজাম্মেল হোসেন। ১৯৪০ সালের
১ আগস্ট ডা. মোজাম্মেল হোসেন জন্মগ্রহণ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন