রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

স্বাস্থ্য সেবায় বিশ্বের কাছে বাংলাদেশ গর্বিত: সংস্কৃতি প্রতিমন্ত্রী


স্বাস্থ্য ডেস্ক: ০৪ জানুয়ারি’২০: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসেবায় বাংলাদেশ আজ বিশ্বব্যাপী পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে। স্বাস্থ্যসেবায় উন্নয়নশীল বিশ্বের কাছে বাংলাদেশ একটি মডেল। এর ফলে বিশ্বের কাছে বাংলাদেশ গর্বিত।
শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুরের কাহারোলে দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি দার। প্রত্যন্ত অঞ্চলে হাসপাতালটি পুরোদমে চালু হলে কাহারোল-বীরগঞ্জ উপজেলাসহ আশেপাশের উপজেলার লাখো মানুষের হাতের নাগালে চলে আসবে চিকিৎসা সেবা। যাতে করে কমে আসবে মানুষের চিকিৎসা ব্যয়। তবে এককভাবে কোন ব্যক্তির পক্ষে এতো বড় কাজ করা সম্ভব নয়, প্রয়োজন সকলের সহযোগীতা। আন্তরিকতাই পারে এই হাসপাতালটিকে একটি আধুনিক হাসপাতালে পরিণত করতে।
তিনি আরো বলেন, আমরা লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সত্যিকার অর্থেই মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। যেন এলাকার হতদরিদ্র মানুষেরা সব ধরনের রোগের আধুনিক চিকিৎসা পায়। সে মানসিকাতা থেকেই দিনাজপুর-ঠাকুরগাঁও হাইওয়ে সংলগ্ন কাহারোল উপজেলার রামপুর বটতলা নামক স্থানটিতেই হাসপাতালটি নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় সবার সহযোগীতা পেলে দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল উত্তর বঙ্গের একটি আধুনিক হাসপাতালে পরিনত হবে বলে তিনি আশা প্রকাশ করে সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। অন্যান্যদের মধ্যে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথি সংস্কৃত প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ও মনোরঞ্জন শীল গোপাল এমপির হাতে দীপ্ত জীবন হাসপাতালের জন্য বিনামূল্যে ঔষধ প্রদান করেন বিশিষ্ট ডায়াবেটিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ডি সি রায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন