মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

সিলেটে ভিটামিন ‘এ’ খাবে সাড়ে ৪ লাখ শিশু




স্বাস্থ্য ডেস্ক: ০৮ জানুয়ারি’২০: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী শনিবার অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনের আওতায় সিলেটে সাড়ে ৪ লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর সিলেটে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৯ হাজার ৬৯৫ শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ১০ হাজার ৯৬৫ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। সিলেট জেলার ১২টি স্থায়ী কেন্দ্র এবং দুই হাজার ৪১৬টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। এছাড়া অতিরিক্ত আরো ১২টি কেন্দ্রসহ মোট দুই হাজার ৪২৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে শিশুদের।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে সিলেটে প্রায় ৯ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন। ইতিমধ্যে ক্যাম্পেইনের আওতায় নীল ও লাল রঙের ক্যাপসুল সিলেটে পৌঁছে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন