স্বাস্থ্য ডেস্ক: ১২ জানুয়ারি’২০:
১৮ বছরের কম বয়সী মেয়েরা বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক।
শনিবার সন্ধ্যায় রাজধানীর এফডিসিতে নারীর মর্যাদা অক্ষুন্ন
রাখতে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, "১৮ বছরের কম বয়সের মেয়েদের বিনামূল্যে
স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে। বিশেষত, গ্রামে থাকা নারীরা এই স্যানিটারি ন্যাপকিন
কিনতে না পারার কারণে নানা ধরনের অসুখে পড়েন। তাই, সরকারিভাবে এই স্যানিটারি ন্যাপকিন
প্রদানের ফলে দেশের দূর-দূরান্তে ছড়িয়ে থাকা অসহায় দরিদ্র নারীরা খুব বেশি উপকৃত হবেন।"
ডিবেট ফর ডেমোক্রেসি এর সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণের
সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য-শিক্ষা বিভাগের সচিব আলী নূর, ব্র্যাকের
নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ অন্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন