শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ আটক ৩



স্বাস্থ্য ডেস্ক: ২৬ জানুয়ারি ২০২০: কক্সবাজারের টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। এ বিষয়টি নিশ্চত করেছে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ সোহেল রানা।
শনিবার রাত ৯টার দিকে সৈকত সংলগ্ন টেকনাফের ডেইল পাড়ার আব্দুর গফুরের বাড়ি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার ডেইল পাড়ার আব্দুর গফুরের স্ত্রী নুর বাহার (৫০), হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার নুর আলমের ছেলে মোহাম্মদ হেলাল (২৮) ও সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে আব্দুর রাজ্জাক (১৮)।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ সোহেল রানা জানান, শনিবার রাতে ইয়াবার বড় চালান কেনাবেচার সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই তিনজনকে আটক করা হয়। এতে আরও তিনজন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী দেড় লাখ পিস ইয়াবা ভর্তি বস্তাও জব্দ করা হয়। উদ্ধার ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
উদ্ধার ইয়াবাসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

বিশ্বের ১৩ দেশে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর করোনাভাইরাস



স্বাস্থ্য ডেস্ক: ২৬ জানুয়ারি ২০২০: চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ইতোমধ্যে চীনসহ ১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। চীনের তথ্যমতে দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬১০ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ জনের। আক্রান্তদের প্রায় সবাই উহানে বা এর কাছাকাছি স্থানে ছিলেন। তবে এক চিকিৎসাকর্মী দাবি করেছেন এ ভাইরাসে চীনের এক লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে, যার সংখ্যা গোপন করেছে চীন সরকার।
উহান শহরে প্রথম লক্ষ্মণ দেখা যাওয়ার পর এখন পর্যন্ত করোনাভাইরাসে ৫৬ জন মারা গেছে এবং হাজার হাজার মানুষ সংক্রমিত হয়েছে।
এদিকে চীনের উহান শহরের হাসপাতালে কর্মরত এক নার্সের দাবি, সেখানে ইতোমধ্যেই ৯০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাস্ক পরে হাসপাতালে রোগীদের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন ওই নার্স। তিনি বলছেন, সরকারিভাবে যে সংখ্যা বলা হচ্ছে প্রকৃতপক্ষে আক্রান্তের সংখ্যা আরও কয়েক গুণ বেশি। যদিও এ তথ্য অস্বীকার করেছেন চীনের সরকারি কর্মকর্তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে এ তথ্যের উল্লেখ নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ১২৯৭ জন চীনে (হংকং, ম্যাকাও ও তাইপেসহ) এছাড়া আমেরিকায় দুইজন, ফ্রান্সে ৩ জন কোরিয়ায় ২ জন ভিয়েতনামে ২ জন থাইল্যান্ডে ৪ জন সিঙ্গাপুরে ৩ জন, অস্ট্রেলিয়া ৩, জাপানে ৩ জন সর্বশেষ নেপালে একজনকে সনাক্ত করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে হংকং ম্যাকাও তাইপে এই তিন দেশ কে চীনের আওতায় রেখেছে। সেই হিসেবে তারা ১০টি দেশ বলছে। আর এই তিনটিকে হিসাব করলে এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া দেশ ও অঞ্চলের সংখ্যা ১৩টি। এ কারণে চীনা নতুন বছর উদযাপনের আনুষ্ঠানিক সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে বিভিন্ন এলাকায়।
ফ্রান্স
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফ্রান্সে তিনজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন, যিনি সম্প্রতি উহান ভ্রমণ করেছেন। অন্য দুই ব্যক্তিও সম্প্রতি চীন ভ্রমণ করেছেন।
জাপান
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসে এ পর্যন্ত জাপানে তিনজন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। এর মধ্যে তিনজনই সম্প্রতি উহান ভ্রমণ করেছেন।
অস্ট্রেলিয়া
শনিবার অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো একজন ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি উহান ভ্রমণ করেছেন। পরে রোববার সিডনিতে আরও তিনজনের মধ্যে ভাইরাসে সংক্রমিত হওয়ার লক্ষণ দেখা গেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
মালয়েশিয়া
মালয়েশিয়ায় তিনজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনজনই সম্প্রতি উহান ভ্রমণ করেছে।
নেপাল
নেপালে ৩২ বছর বয়সী এক ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন যিনি উহান থেকে দেশটিতে গিয়েছিলেন। সুস্থ হওয়ার পর তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে।
সিঙ্গাপুর
সিঙ্গাপুরে অন্তত তিনজন নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন ৬৬ বছর বয়সী এক বৃদ্ধ ও তার ছেলে (৩৭) এবং ৫২ বছর বয়সী এক নারী। তারা সবাই সম্প্রতি উহান ভ্রমণ করেছেন।
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ায় দুজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুজনই উহান ভ্রমণ করে দেশটিতে গিয়েছিলেন। চিকিৎসা দেওয়ার পর দুজনই কিছুটা স্থিতিশীল রয়েছেন।
তাইওয়ান
তাওয়ানে এ পর্যন্ত তিনজন নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনার পর উহান ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে দেশটি।
থাইল্যান্ড
থাইল্যান্ডে পাঁচজন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে চারজন চীনা নাগরিক যারা উহান থেকে এসেছেন এবং অপর একজন সম্প্রতি উহান ভ্রমণ করেছেন।
কানাডা
শনিবার কানাডার রাজধানী টরোন্টোর এক হাসপাতাল থেকে দেশটিতে করোনাভাইরাসে একজন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়। কর্মকর্তারা জানান, আক্রান্ত ব্যক্তির বয়স পঞ্চাশোর্ধ্ব। সম্প্রতি তিনি উহান ভ্রমণ করে ২৩ জানুয়ারি টরোন্টো পৌঁছান।
যুক্তরাষ্ট্র
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত দুজন আক্রান্ত হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
ভিয়েতনাম
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছে ভিয়েতনামে এক ব্যক্তি ও তার ছেলে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি সম্প্রতি উহান ভ্রমণ করেছেন। তার সংস্পর্শে এসেই তার ছেলেও ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

4 new dengue patients detected in last 24hr: DGHS


Health Desk- 26 Jan, 2020: Four new dengue patients were hospitalised in the last 24 hours until 8am on Saturday, the Directorate General of Health Services (DGHS) said, reprots UNB.
 In its regular update, the DGHS noted that fifteen patients are being treated for dengue in Dhaka.
Bangladesh experienced a massive dengue outbreak last year.
Earlier this month, the government confirmed that dengue claimed the lives of 164 people last year.
The Institute of Epidemiology, Disease Control and Research (IEDCR) confirmed the number after reviewing 263 out of 266 reports of dengue-related deaths last year.
Last year, 101,354 people were hospitalised with dengue in the country. Of them, 101,037 made full recovery.
Since the beginning of this year, 172 dengue cases were reported.
Of them, 156 have been discharged from hospitals.

বিশ্বের প্রায় ২৬ কোটি শিশু শিক্ষাবঞ্চিত: জাতিসংঘ



স্বাস্থ্য ডেস্ক: ২৬ জানুয়ারি ২০২০: বর্তমান শিক্ষাক্ষেত্রে একটি ‍“উদ্বেগজনক” সংকট রয়েছে উল্লেখ করে জাতিসংঘ জানিয়েছে, বিশ্বজুড়ে ১৭ বছরের কম বয়সী প্রায় ২৬ কোটি (২৫৮ মিলিয়ন) শিশু স্কুলে যাচ্ছে না এবং মাত্র ৪৯ শতাংশ শিশু মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করছে। এছাড়া প্রাপ্তবয়স্ক প্রায় ৭৭ কোটি মানুষ নিরক্ষর রয়েছে যাদের বেশিরভাগই নারী।
আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে এসব কথা জানান সংস্থাটির উপ-মহাসচিব আমিনা মোহাম্মদ।
তিনি বলেন, লাখ লাখ মানুষ যারা শিক্ষা গ্রহণ করতে পারছেন না বা করেননি শুধুমাত্র তাদের জন্যই নয়, যারা শিক্ষা গ্রহণ করছে কিন্তু শিখছে না তাদের জন্যও “উদ্বেগজনক” পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। 
অধিবেশনে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জাতিসংঘের শিক্ষা বিষয়ক বিশেষ দূত গর্ডন ব্রাউন বিস্ময় প্রকাশ করে বলেন, মাত্র ১১ থেকে ১২ বছর বয়সেই ৪০ কোটিরও বেশি শিশু স্থায়ীভাবে স্কুল ছেড়ে দিচ্ছে এবং প্রায় ৮০ কোটি শিশু কোন ধরনের যোগ্যতা অর্জন ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করছে।
জাতিসংঘের ২০৩০ সালের লক্ষ্য হল “সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং আজীবন শিক্ষার প্রচার করা।”
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকোর মহাপরিচালক অদ্রি আজোলে বলেন, “শুধুমাত্র ব্যাপক বিনিয়োগই নয়, শিক্ষা ব্যবস্থার সংশোধনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
উপ-মহাসচিব আমিনা মোহাম্মদ বলেন, “আন্তর্জাতিক এই শিক্ষা দিবসে অবশ্যই কর্মসূচির ডাক দিতে হবে যাতে সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ভবিষ্যতের লক্ষ্য না হয়ে বাস্তবে রূপান্তরিত হয়।”

Coronavirus: China builds hospital in 10 days


Health Desk- 25 Jan 2020: China is rushing to build a new hospital in a staggering 10 days to treat patients at the epicentre of a deadly virus outbreak that has stricken hundreds of people, state media reported on Friday.
The facility in the central city of Wuhan is expected to be in use by February 3 to serve a rising number of patients infected by a coronavirus that has left at least 26 people dead and millions on lockdown in an effort to curb the spread.
Dozens of excavators and trucks were filmed working on the site by state broadcaster CCTV.
It will have a capacity of 1,000 beds spread over 25,000 square metres, the official Xinhua news agency said.
Construction began as reports surfaced of bed shortages in hospitals designated as dealing with the outbreak, which has now infected 830 people across China.
Xinhua said the new facility is aimed at “alleviating the shortage of medical treatment resources and improving the ability to care for patients”.
Courtesy: Afp, Beijing


শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

500 poor eye patients getting free treatment in Rangpur


Health Desk- 25 Jan 2020: Some 500 poor eye patients are receiving cost free cataract operation with implantation of artificial lens at a week-long free eye camp being held from on Friday at Kawnia Upazila Health Complex in the district.
Bangladesh unit of UK-based voluntary organisation Al-Basheer International Foundation under management of Al-Noor Eye Hospital are providing free treatments to eye ailments and conducting cataract surgeries and implanting artificial lenses in the camp.
Deputy Commissioner of Rangpur Md. Asib Ahsan inaugurated the week-long free eye camp in a function held on Kawnia Upazila Health Complex Premises on Friday as the chief guest.
With Kawnia Upazila Nirbahi Officer Ulfat Ara Begum in the chair, Superintendent of Police Biplob Kumar Saker, Civil Surgeon Dr. Hirombo Kumar Roy, Kawnia Upazila Health and Family Planning Officer Dr. Mir Hossain and Principal of Kawnia Degree College Musa Ahmmed attended the function as special guests, reports BSS.
Director General of Bangladesh Region of Al-Basheer International Foundation Dr. Ahmed Taher Hamid Ali its Medical Director Dr. Md. Abu Sayeed and Human Resources manager Nuruzzaman Khoshnabeesh were present.


বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

Children voice their demands, concerns with lawmakers



Health Desk- 24 Jan 2020: For the first time, 300 children representing the same number of electoral constituencies of Bangladesh have come face-to-face with elected parliamentarians to voice their demands, concerns and aspirations in Dhaka on Thursday during the 1st National Session of Generation Parliament.
Generation Parliament – a joint initiative of UNICEF and Bangladesh Debate Federation – facilitates engagement of young people in discussion of policies that have direct impact on their present and future wellbeing.
Around 600,000 young people aged between 13 and 17 years joined the initiative through online platforms with 300 groups formed in line with the parliamentary constituencies, said a press release of UNICEF.
Representatives from a cross-section of children and young people’s groups have been selected for the national session based on the frequency of their participation in the online groups. The child parliamentarians, among other things, pressed for policy review and increased public finance for children to overcome the impediments that continue to affect their development and growth.
The 15 issues discussed during group work included child marriage, child labour, health, education, nutrition, climate change, violence against children, road safety, psychological wellbeing of children, information and communication technology, youth and employability, children with disabilities, access to information, and increased budgetary allocation for children by the government. The findings were presented by the child parliamentarians before the Deputy Speaker of National Parliament in a mock parliamentary session.
The event was also attended by Deputy Speaker of National Parliament and Chief Advisor of the Parliamentary Caucus on Child Rights Fazle Rabbi Miah and President of the Parliamentary Caucus on Child Rights Shamsul Haque Tuku MP as chief and special guests respectively.
Maurizio Cian, Head of Cooperation of the European Union and Representative of UNICEF Bangladesh Veera Mendonca were also attended.

450 schools shut as pollution chokes Thai capital


Health Desk- 23 Jan, 2020: Authorities in the Thai capital ordered nearly 450 schools to close Wedneday as pollution levels reached dangerously unhealthy levels.
Bangkok, the world’s most visited city, saw levels of PM 2.5 particles at 78.3 pg/m3. A level above 35 is considered unhealthy, according to independent air quality monitor AirVisual. PM 2.5 particles can include dust, soot and smoke and are so small they can lodge deep in the lungs and enter the bloodstream.
The schools will be closed for one day.
Mentionable, last January, the city closed schools for a week because of pollution.  
Courtesy: AFP


বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

It’s time to declare Dhaka as ecologically critical area: HC



Health Desk- 23 Jan, 2020: The High Court on Wednesday observed that time has come to declare Bangladesh’s capital Dhaka as an ecologically critical area due to widespread pollution, reports UNB.
A HC bench of Justice Gobinda Chandra Tagore and Justice Mohammad Ullah made the observation while hearing a contempt of court rule against the Dhaka Wasa managing director for providing false information over the pollution of the Buriganga River and the legality of the operation of mills and factories without ETPs.
Advocate Siddiqur Rahman argued for Industries Owners’ Association of Shyampur while Amatul Karim represented the Department of Environment (DoE) and Advocate Manzill Murshid stood for the petitioner.
Meanwhile, the Wasa managing director offered an unconditional apology to the court for falsely claiming in an affidavit on June 18 last that no sewerage line was connected to Buriganga.

পরিপাক হবে সুগম, সহজ


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
সুগম ও সহজ পরিপাক সুস্বাস্থ্যের জন্য জরুরী। আসুন জেনে নিই, কিভাবে পরিপাক হবে সুগম ও সহজ?
১। খাবেন উচ্চ আঁশ খাবার । পুষ্টিবিদরা বলেন, উচ্চ আঁশ আর হোল গ্রেন, ডাল, ফল, শাকসবজি সমৃদ্ধ খাবার খেলে পরিপাক হয় ভাল । বলেন ম্যাসাচুসেটস এর নিউট্রিশন পরামর্শক মারিয়া এডামস। উচু আঁশ খাবার খেলে পাচক নল দিয়ে খাদ্য যায় সাবলীল ভাবে আর কোস্ট বদ্ধতা হয় না । হাই ফাইবার ডায়েট প্রতিরোধ করে অনেক অসুখ যেমন ডাইভারটিকুলাইটিস, পাইলস আর আইবিএস । এছাড়াও স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে।
২। অদ্রবণীয় আর দ্রবণীয় দু’ধরনের আঁশ খেতে হয়। অদ্রবণীয় আঁশ যা রাফেজ হজম হয় না তাই মলের আয়তন বাড়ায়। দ্রবণীয় আঁশ পানি শুষে নেয় আর তাই খুব জলীয় মল হতে দেয় না। অদ্রবণীয় আঁশ হল গমের তুশ, সবজি আর হোল গ্রেন। দ্রবণীয় আঁশ হল ওট ব্রেন, বাদাম, বীজ।  
৩। উচ্চ চর্বি সমৃদ্ধ খাবার কম খান। চর্বিযুক্ত খাবার হজম ধীর করে আর কোস্ট বদ্ধতা ঘটায় । চর্বিযুক্ত খাবার আর আঁশ খাবার দুটো খান তবে ফ্যাট খাবার কম খান।
৪। লিন মিট বেছে নিন। কচি মোরগ, চামড়া ছাড়ানো মাছ আর ডিমও খাবেন।
৫। ডায়েটে থাক প্র বায়টিকস হিতকর জীবাণু। যা আমাদের অন্ত্রনলেও থাকে। খারাপ খাবার, এনটিবায়টিকস ও স্ট্রেস ঠেকায় । পুষ্টি উপকরণ শোষণ সুগম করে। দিনে লো’ফ্যাট দধি খেতে পারেন।
৬। সময়মত খাবেন। বেলার খাবার ও নাস্তা প্রতিদিন একই সূচি মেনে খাবেন।
৭। সজল থাকবেন । প্রতিদিন প্রচুর পানি পাণ করুন । আঁশ পানি টানে অ্নেক। এতে মল হয় নরম আর সুগম্য ।
৮। বদভ্যাস থাকলে ছেড়ে দিন। ধূমপান, মদ্যপান, বেশি চা কফি ছাড়ুন।
৯। নিয়মিত ব্যায়াম করুন। এতে স্বাস্থ্য ও পেট দু’টিই ভাল থাকবে।
১০। স্ট্রেস মোকাবেলা করুন। স্ট্রেস থাকলে হজম হয় না ভাল।

মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

Asia steps up checks as China virus kills 6, infects nearly 300



Health Desk- 22 Jan, 2020: Asian countries on Tuesday ramped up measures to block the spread of a new virus as the death toll in China rose to six and the number of cases jumped to almost 300, raising concerns in the middle of a major holiday travel rush, reports AFP.
Nations across the Asia-Pacific region stepped up checks of passengers at airports to detect the SARS-like coronavirus, which first emerged in the central Chinese city of Wuhan. Fears of a bigger outbreak rose after a prominent expert from China’s National Health Commission confirmed late Monday that the virus can be passed between people.
But the World Health Organization (WHO), which was concluding a fact-finding mission in Wuhan, was still being cautious, saying at a briefing in Geneva that “not enough is known to draw definitive conclusions about how it is transmitted”.
Spokesman Tarik Jasarevic warned though that “more cases should be expected” both in China and in other countries.
Almost 80 new cases have been confirmed, bringing the total number of people hit by the virus in China to 291, with the vast majority in Hubei, the province where Wuhan lies, according to the National Health Commission (NHC).    

Raise awareness about drugs, militancy: President


Health Desk- 21 Jan 2020: President Abdul Hamid on Monday urged the scouts to continue their active role in raising social awareness against drugs, terrorism, militancy, child-marriage and fanaticism, reports UNB.
"I hope, the scouts will keep up their active role in raising   awareness against drugs, terrorism, militancy, child-marriage and fanaticism as they do always," he said.
The President was speaking at the inaugural programme of the 9th National Cub Camporee held at National Scout Training Centre at Mouchak, Gazipur.
Terming the scouts as future leaders of the nation, he said, "You’ll build a hunger- and poverty-free, secular Bangladesh which Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman had dreamt of.”
Mentioning that there is no alternative to hard work and practice, Abdul Hamid said, "Scouting teaches students to be good citizens alongside their academic activities. So, scouting has to be utilised for serving the country."
"National development will be accelerated if the education of scouting is reflected on individual, family and social lives," he added.
Liberation War Affairs Minister AKM Mozammel Haque, President of Bangladesh Scouts Abul Kalam Azad, Bangladesh Scouts chief national commissioner and the Anti-Corruption Commission commissioner Md Mozammel Haque Khan also spoke at the programme.
The President, also the Chief of Scouts, opened a commemorative stamp on the occasion of Camporee. The President's Scouts Award was also distributed among 48 scouts while the President's Rover Scout among four.  

সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

Community Vision Center to be set up in all districts: Minister



Health Desk- 20 Jan, 2020: Health and Family Welfare Minister Zahid Maleque on Sunday said community vision center will be set up in all districts throughout the country in a bid to ensure health services for all people by 2020.
“Eye care center will be set up through Community Vision Centre in 64 districts in 2020 and doctors will also be appointed,” he said.
The health minister made the statements at a views-exchange meeting marking Bangladesh National Council for the Blind (BNCB) 2020 organised by National Eye Care at a city hotel in the capital.
Presenting a statistics, the minister said at present there are 7.5 lakh blind people in Bangladesh. “The number of people infected with other problems of eyes is more than 60 lakh,” he added.
Zahid Maleque said diabetes among people has been increasing for not doing physical exercises while the number of people and children with eye problems has also been rising.
The health and family welfare ministry has taken third operation plan for 2017-2022 for eye care of the country’s people.
Chaired by Prof Abul Kalam Azad, Director General of Directorate General of Health Services (DGHS), the programme was also addressed by Ashadul Islam, secretary of health services division of the health ministry, Professor Dr Syed Modasser Ali, Community Clinic Health Support Trust Chairman at the Ministry of Health and Family Welfare, Dr AHM Enayet Hossain, Director General of Medical Education Directorate and Prof. Dr. Golam Mostafa, Director of National Institute of Ophthalmology (NIO).

রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

PM takes responsibility of ailing Andrew Kishore



Health Desk- 20 January, 2020: Prime Minister (PM) Sheikh Hasina asked on Sunday the Bangladesh High Commission in Singapore to extend full support for the treatment of legendary playback singer Andrew Kishore, report agencies.
"The Prime Minister gave the directive to Bangladesh High Commission in Singapore this noon to supervise the overall issue of the treatment of Andrew Kishore who has been suffering from cancer," PM's Deputy Press Secretary Ashraful Alam Khokan said.
He was diagnosed with Non-Hodgkin's lymphoma, a cancer that originates in the lymphatic system, in September last.
Earlier, the PM gave financial assistance of Tk 10 lakh to the eminent singer for his treatment, Khokan said.
The eight-time National Film Award-winning playback singer Andrew Kishore is now undergoing treatment at the Singapore General Hospital.


Form commission to stop rape: HC



Health Desk- 20 January, 2020: The High Court on Sunday asked the government to form a commission within 30 days under the Law Ministry to stop rape and violence against women, reports UNB.
A High Court bench of Justice FRM Nazmul Ahsan and Justice KM Kamrul Kader came up with the order after hearing a writ filed in the form of public interest litigation (PIL).
It ordered constitution of the commission, led by an additional secretary of the ministry, comprising representatives from lawyers, judges, human rights activists, renowned personalities, media persons, physicians and victims if any victim agrees.
The HC also asked the commission to be formed to make recommendations within the next six months on how to stop rape incidents.
Meanwhile, the court issued a rule asking the authorities concerned to explain as to why rapists should not be awarded capital punishment if the rape victim is under 16.
Besides, it wanted to know in the rule why government’s inaction to drop life imprisonment provision alongside the capital punishment in case of death in rape incident should not be declared illegal.
It also sought why directives would not be given to enact law for protection of witnesses in rape cases, create database to save rapists DNA samples, ensure protection to victims through the one-stop crisis centre in every district, remain alert in publishing photos of victims in media, form separate court for rape trial and resolve rape cases as early as possible.
Barrister Rabeya Bhuiyan stood for the writ petitioner and deputy attorney general barrister ABM Abdullah Al Mahmud Bashar represented the state.
Rabeya Bhuiyan filed the writ last week.

‘Walk to Serenity’ discussion on mental health held


Health Desk- Jan 19, 2018: Walk to Serenity, a USA-based nonprofit social organisation, was held a discussion titled “Mindset Walk, Mental Health Matter” in Dhaka on Friday, says a press release.
The programme was held at Isfandiar Jaheed Hossain Auditorium in Bishwo Shahitto Kendro.
Tabinda Shamarukh Khan, an organiser from Walk to Serenity; Dr Helaluddin Ahmed; Mekhola Sarkar and Rubina Jahan, psychologists; and Md Ariful Islam, convener of Walk to Serenity, spoke on the occasion.

জন্ম নিয়ন্ত্রক ওষুধ নারীর মস্তিষ্কে প্রভাব ফেলে



স্বাস্থ্য ডেস্ক: ১৯ জানুয়ারি’২০: অন্য ওষুধের মতো জন্ম নিয়ন্ত্রক বড়িরও রয়েছে পার্শ্ব-প্রতিক্রিয়া। জন্ম নিয়ন্ত্রক বড়ি সব নারীরদের শরীরের সঙ্গে মানানসই নাও হতে পারে। এ জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জন্ম নিয়ন্ত্রক ওষুধের বিষয়ে এসব তথ্য জানানো হয়েছে।
গবেষণা বলছে, জন্ম নিয়ন্ত্রক ওষুধ নারীর মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে। এতে মোট ৫০ জন নারীর মস্তিষ্ক ‘স্ক্যান’ করেন গবেষকরা। যাদের মধ্যে ২১ জন নিয়মিত জন্ম নিয়ন্ত্রক ওষুধ সেবন করছিলেন। যারা জন্ম নিয়ন্ত্রক ওষুধ সেবন করেছেন তাদের মস্তিষ্কের আশঙ্কাজনক পরিবর্তন লক্ষ করেন গবেষকরা।
যুক্তরাষ্ট্রের গ্রাস ম্যাগনেটিক রেজোন্যান্স রিসার্চ সেন্টারের ‘রেডিওলজি’ বিভাগের অধ্যাপক ডা. লিপটন বলেন, জন্ম নিয়ন্ত্রক বড়ি মস্তিষ্কের কাঠামোর ওপর প্রভাব বিস্তার করে। এছাড়া কার্যক্ষমতায় যে সম্ভব্য সংঘর্ষ ঘটায় তা প্রাথমিক গবেষণায় জোরালো সম্পর্ক পাওয়া যায়।
গবেষকরা দেখেন, যারা ওষুধ সেবন করছিলেন তাদের মস্তিষ্কের ‘হাইথ্যালামাস’ এর ঘনত্ব আর যারা ওষুধ সেবন করছিলেন না তাদের ‘হাইপোথ্যালামাস’ এর ঘনত্বে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ‘হাইপোথ্যালামাস’ হল যৌনক্ষমতা, ঘুম চক্র, মেজাজ নিয়ন্ত্রণ ও খাওয়ার রুচি ইত্যাদি নিয়্ন্ত্রণের কেন্দ্রবিন্দু।
এছাড়াও, জন্ম নিয়ন্ত্রক ওষুধ সেবনের কারণে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। কারণ এই ওষুধ কাজ করে হরমোনের মাধ্যমে। তাই এগুলো সেবনের কারণে যার ফলাফল হতে পারে অনিয়মিত ও বিলম্বিত ঋতুস্রাব। অনেকেই ওষুধ সেবনের পর বমিভাব অনুভব করেন, এমনকি বমি হতেও পারে, স্তনের স্পর্শকাতরতা বাড়তে পারে, ব্যথা হতে পারে, শরীরের ওজন বাড়তে পারে, দেখা দিতে পারে ‘মুড সুইং’।
মস্তিষ্কের উপরেও জন্ম নিয়ন্ত্রক বড়ির প্রভাব রয়েছে। ২০১৯ সালে রেডিওলজি সোসাইটি অফ নর্থ আমেরিকার ১০৫তম বার্ষিক সম্মেলনে এবিষয়ক এক গবেষণা উপস্থাপন হয়। তাই জন্ম নিয়ন্ত্রক বড়ি নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন এই গবেষকরা। তাই যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

‘৯৮ শতাংশ ওষুধ দেশেই তৈরি হচ্ছে’



স্বাস্থ্য ডেস্ক: ১৯ জানুয়ারি’২০: ‘দুইদশক আগেও দেশে শতকরা ৮০ শতাংশ ওষুধ আমদানি করা হতো। এখন ৯৮ ভাগ ওষুধ দেশেই তৈরি হচ্ছে। শুধু তাই নয়, দেশের প্রয়োজন মিটিয়ে এখন বিপুল পরিমাণ ওষুধ বিদেশে রপ্তানি করা হয়’।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘ন্যাচারাল প্রোডাক্টস ফর হেলদি লিভিং’ (স্বাস্থ্যকর জীবনধারণের জন্য প্রাকৃতিক পণ্য) শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার দুপুরে খুবির ফার্মেসি ডিসিপ্লিন এবং ফাইটোকেমিক্যাল সোসাইটি অব ইউরোপের আয়োজনে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলন শেষ হয়।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশে বিভিন্ন রোগব্যাধি নিরাময়ে অ্যালোপ্যাথিক ওষুধের ব্যবহার বেড়েছে। কিন্তু অনেকক্ষেত্রেই পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। তাই মানুষ বিকল্প হিসেবে ট্রাডিশনাল মেডিসিনের দিকে ঝুঁকছে। এর প্রধান কারণ এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কম।
তিনি বলেন, সরকার ওষুধ তৈরির ক্ষেত্রে তা যেন মানসম্মত হয়, রোগীদের জন্য নিরাপদ হয় সেজন্য কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিতে গুরুত্বারোপ করেছে। সরকার রোগ চিকিৎসায় ট্রাডিশনাল মেডিসিনকে অল্টারনেটিভ হিসেবে প্রমোট করতে সবিশেষ উদ্যোগ নিয়েছে এবং সে লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফেব্রুয়ারিতে ঢাকায় একটি বড় মেলার আয়োজন করা হচ্ছে, যার উদ্দেশ্য ট্রাডিশনাল মেডিসিনকে জনপ্রিয় করা এবং এর উন্নয়নে ওষুধ শিল্প ও রপ্তানিকারকদের মধ্যে যোগসূত্র স্থাপন।
সম্মেলনের সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক হোসেন, যুক্তরাজ্যের জন মুরস বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি এবং বায়োমলিকুলার সায়েন্স স্কুলের পরিচালক ও ইউরোপের ফাইটোকেমিক্যাল সোসাইটির (পিএসই) সভাপতি প্রফেসর সত্য সরকার, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের প্রাক্তন সহ-সভাপতি সুভাষ সিংহ রায়। সভাপতিত্ব করেন এই আন্তর্জাতিক সম্মেলনের চিফ প্যাট্রন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ফার্মেসি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাস। এ সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান, রোমানিয়া, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশসহ ৭টি দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের গবেষক, বিজ্ঞানী এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিন, রেজিস্ট্রার এবং ফার্মেসি ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঝুঁকির মুখে লিবিয়ার শিশুরা : ইউনিসেফ



স্বাস্থ্য ডেস্ক: ১৯ জানুয়ারি’২০: জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক হেনরিটা ফরে জানিয়েছেন, ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে লিবিয়ার শিশুরা। ২০১৯ সালের এপ্রিল থেকে ত্রিপোলি এবং পশ্চিম লিবিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর থেকেই কয়েক হাজার শিশু এবং বেসামরিক নাগরিকের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে দীর্ঘদিনের গৃহযুদ্ধ থেকে সৃষ্ট সহিংসতা ও বিশৃঙ্খলার কারণে সেখানকার শিশুরা ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে।
শুক্রবার হেনরিটা আরও জানান, লিবিয়ার অনেক শিশুকে জোরপূর্বক যুদ্ধে জড়ানো হচ্ছে। সহিংসতার কারণে লিবিয়ার দেড় লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ৯০ হাজার শিশু। বর্তমানে লিবিয়ার শহরাঞ্চলগুলোতে বাস করা ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী শিশুও মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন বন্দী শিবিরে আছে তাদের অবস্থা বেশি করুণ বলে উল্লেখ করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক।

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

Air quality of Dhaka ranks 5th worst



Health Desk- Jan 18, 2020: Bangladesh’s capital Dhaka was ranked fifth worst in the Air Quality Index (AQI) on Saturday morning, reports UNB.
It had an AQI score of 228 around 8:20am. The air was classified as ‘very unhealthy’.
Everyone may experience more serious health effects when the AQI score is between 201 and 300.
China’s Shenyang and Bosnia Herzegovina’s Sarajevo occupied the top two positions in the list of cities with worst air with scores of 304 and 294 respectively.
When the value is more than 300, the air quality is considered hazardous and the entire population is more likely to be affected.
The AQI, an index for reporting daily air quality, informs people how clean or polluted the air of a certain city is, and what associated health effects might be a concern for them.
In Bangladesh, the AQI is based on five criteria pollutants - Particulate Matter (PM10 and PM2.5), NO2, CO, SO2 and Ozone (O3).

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

Earl R. Miller called on Zahid Maleque


Health Desk- 17 Jan 2020: US Ambassador in Bangladesh Earl R. Miller called on Health and Family Welfare Minister Zahid Maleque at the letter’s Secretariat office in the city on Thursday morning.
An effective discussion about the potential initiative for the health sector development in the both countries was held between them. Besides, they discussed about tuberculosis control, safety of medical equipment, developed health management, evening healthcare at large hospitals in the capital city Dhaka.
However, the minister assured that development in country’s health sector will be visible soon.
http://amarhealth.com/Health-Institute/4683/EarlRMillercalledonZahidMaleque

No dengue patients in last 24hr: DGHS



Health Desk- 16th Jan 2020: The Directorate General of Health Services (DGHS) said, no new dengue case was reported in the last 24 hours until 8:00am on Thursday.
The DGHS in its regular update noted that currently 29 patients were being treated for dengue – 26 of them in Dhaka.
Earlier this month, the government confirmed that dengue had claimed the lives of 164 people last year.
The Institute of Epidemiology, Disease Control and Research (IEDCR) confirmed the number after reviewing 263 out of 266 reports of dengue-related deaths.
A total of 101,354 people were hospitalised with dengue in the country last year. Among them, 101,037 made full recovery.
The World Health Organisation (WHO) said the incidence of dengue has grown dramatically around the world in recent decades that has put about half of the world's population at risk.
The WHO estimates that there are about 390 million infections every year.

বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

Stop selling antibiotics over the counter: DGDA



Health Desk- 16 Jan 2020: The government has warned the pharmacies of legal actions if they continue selling antibiotics without prescription.
In a public notice Tuesday, the Directorate General of Drug Administration (DGDA) issued a set of directives for the medicine sellers and advice for the antibiotics users.
On April 25 last year, the HC ordered the DGDA to take steps to stop the over-the-counter sale of antibiotics.
In its notice, DGDA issued a four-point directive: pharmacies must not sell or distribute antibiotics without prescription from a registered doctor; must provide cash memo to the buyers; must maintain a register; and advise patients to complete full doses.
If these directives are not followed, legal actions could be taken against the medicine sellers, the DGDA warned.
Lauding the DGDA notice, Prof Sayedur Rahman, chairman of pharmacology department at BSMMU, said, “The wordings they [DGDA] have used showing that the responsibility lies with both the buyers and the sellers are indeed good.”
According to WHO, superbugs are responsible globally for seven lakh deaths each year; the number could be more than 10 million by 2050 if things go unchecked.

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সহায়তা করতে চায় বিশ্বব্যাংক



স্বাস্থ্য ডেস্ক: ১৬ জানুয়ারি’২০: বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ-ভুটান) মার্সি টেম্বন বলেছেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও বন ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে দ্রুততার সঙ্গে উন্নয়ন করছে। কিন্তু প্লাস্টিক, পলিথিন দূষণসহ সার্বিক পরিবেশ দূষণ বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে। এজন্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।
বুধবার বিকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এসব কথা বলেন। তারা বাস্তবায়নাধীন ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ প্রকল্পসহ বিভিন্ন নতুন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশে দূষণ নিয়ন্ত্রণ, পরিবীক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে ধন্যবাদ জানান।
পরিবেশ মন্ত্রী বলেন, বায়ু, শব্দ দূষণসহ সকল প্রকার দূষণ রোধ ও অধিক পরিমাণে বৃক্ষরোপণে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। এক্ষেত্রে বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহায়তা পেলে বাংলাদেশে দূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম আরো জোরদার হবে। মন্ত্রী ভবিষ্যতে এ ধরনের পারস্পরিক আলোচনা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান এনডিসি, অতিরিক্ত সচিব ড. এস. এম. মনজুরুল হান্নান ও মাহমুদ হাসান, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ.কে.এম রফিক আহাম্মদ এবং বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

স্বাস্থ্যখাত আগামী পাঁচ বছরে স্বর্ণ যুগে প্রবেশ করবে : স্বাস্থ্যমন্ত্রী



স্বাস্থ্য ডেস্ক: ১৬ জানুয়ারি’২০: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের স্বাস্থ্যখাত আগামী পাঁচ বছরে স্বর্ণ যুগে প্রবেশ করবে। বুধবার রাজধানীর তেজগাঁওস্থ কেন্দ্রীয় ঔষাধাগারে দেশের ৮৮টি উপজেলায় একযোগে ১০৩টি অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যেভাবে সারাদেশে মানুষের মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে গেছে, একই ভাবে আগামীতে চিকিৎসক, নার্স, মিডওয়াইফারি নিয়োগ দিয়ে হাসপাতালের সেবার মান বৃদ্ধি করা হবে। এছাড়াও চিকিৎসা সেবায় মানুষের ব্যয় কমিয়ে আগামীতে দেশের স্বাস্থ্যখাতকে ইতিহাসের স্বর্ণ যুগে নিয়ে যাওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
http://bangla.amarhealth.com/country_news/14622/

MPs call for killing rapists in crossfire


Health Desk- 15 Jan 2020: Senior lawmakers in parliament on Tuesday demanded that the law enforcement agencies kill rapists “in crossfire” to stop rape incidents, which have increased alarmingly in recent times.
Coming from both the treasury and the opposition benches, they also called on the government to amend the existing law to incorporate a provision for death penalty for rapists.
The MPs urged the Speaker to set a date to discuss how to end the scourge of rape and why such incidents have lately shot up.  
Participating in an unscheduled discussion, Awami League MP Tofail Ahmed said, “It’s true we need a tougher law. But if we can take instant actions through ‘crossfire’ on drug-related issues, then why can’t we follow the same in case of rapists?”
He added, “The person who we know has committed this crime [rape] does not have any right to stay alive anymore.”
Earlier, opposition Jatiya Party MP Mujibul Haque Chunnu, who first raised the issue, said that according to a Police Headquarters report, 2019 saw the highest number of rape incidents.
He demanded that Speaker Shirin Sharmin Chaudhury, who was presiding over the sitting at that time, fix a date suspending all other businesses of the Jatiya Sangsad and hold discussions on how to root out rape.
Calling for amendments to the present law, the JP lawmaker said mere life terms will never be able to control the growing number of rape incidents. “A provision for death penalty should be incorporated in the law.”
Pointing to Home Minister Asaduzzaman Khan Kamal, he asked, “You are allowing ‘crossfire’ as part of a fight against drugs. Then why aren’t you doing the same in case of rape?”

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

NHS to pioneer cholesterol-busting jab



Health Desk- 15 Jan 2020: A twice-a-year injection that reduces bad cholesterol to protect the heart is to be pioneered by the NHS in England.
Millions of people have already taken daily statin pills to cut their cholesterol.
But later this year, a "ground-breaking" large-scale clinical trial will offer NHS patients a new form of medicine, gene silencing, in an injection called inclisiran.
Health Secretary Matt Hancock said the initiative could save 30,000 lives during the next decade.
Cholesterol is a fatty substance in the blood, produced by the liver, which can build up inside the walls of blood vessels, making them narrower and increasing the risk of having a heart attack or stroke.
Courtesy: BBC Health

Apollo Hospitals Dhaka organises forum for blood cancer survivors


Health Desk- 14 Jan 2020: A patient forum on Blood Cancer Survivors was organized at the auditorium of Apollo Hospitals Dhaka on January 11, 2020. Survivors who were cured through Autologous & Allogeneic Bone Marrow Transplant and Chemotherapy shared their experiences.

Dr. Abu Jafar Mohammed Saleh, Consultant & Coordinator, Department of Hematology & Stem Cell Transplant, was present as the keynote speaker.

Dr. Abu Jafar Mohammed Saleh in his speech said that Apollo Hospitals Dhaka is the first private hospital to have introduced treatment of bone marrow transplant. It provides Myeloma, Lymphoma and Leukemia patients, bone marrow transplant treatment through the Autologous process, with the success rate of nearly 100%. Among the private hospitals, Apollo Hospitals Dhaka is the only hospital that offers bone marrow transplant facilities at an affordable range compared to other countries of the world.

Dr. Arif Mahmud, Senior General Manager, Medical Services, talked about the various services of the hospital including Hematology & Stem Cell Transplant department.

Vote of Thanks was presented by Mr. Akhtar Jamil Ahmed, General Manager, Business Development, Apollo Hospitals Dhaka.

Among others, eminent doctors and high officials from Apollo Hospitals Dhaka were also present during the forum.

ধূমপান ছাড়ুন, ছাড়ার পর পর কি হবে জানুন


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
ধূমপান ছাড়ুন এবং ছাড়ার পর পর কি হবে জানুন।
১। কমে আসবে রক্ত চাপ আর নাড়ির স্পন্দন
২। হাত আর পা হয়ে উঠবে উষ্ণতর
৩। রক্তে কার্বন মনোক্সাইডের মাত্রা কমে আসবে, বাড়বে অক্সিজেন মান
৪। গন্ধ আর স্বাদ চেতনা ফিরে পাবে আগের তীক্ষ্ণতা আর প্রখরতা ।
৫। শিথিল হবে ক্লোমনালী গুলো
৬। তিন মাস পর রক্ত সংবহন, ফুসফুসের কাজকর্ম ও অবস্থা হবে উন্নত
৭। বায়ু চলাচল হবে মুক্ত, কফ কাশ চলে যাবে
৮। হৃদরোগের ঝুঁকি কমবে ৫০ শতাংশ
৯। কমবে স্ট্রোকের ঝুঁকিও
১০। ফুসফুস ক্যান্সারের ঝুঁকি কমবে ৫০ শতাংশ
এককথায়, ৫ বছরে আপানার শরীর হবে বিষ মুক্ত। আপনাকে যা করতে হবে তা হল আপনার শেষ সিগারেট যা ধরিয়েছেন তা ছুঁড়ে ফেলে দিন। কি করেছেন তো ?
আর ধূমপান করবেনা না।

সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

71 pc public hospitals violate tobacco law: Report


Health Desk- 14 Jan, 2020: The evidence of smoking such as cigarette butts and smell of smoke were found at 71 percent of public hospitals in Dhaka which goes against the Smoking and Tobacco Usage (Control) Act, according to a survey carried out by National Heart Foundation.
The survey was conducted in 51 hospitals in Dhaka among which 45 percent had the evidence of using smokeless tobacco while tobacco products were sold within 100 metres of the 80 percent government hospitals.
The findings were shared at a seminar arranged by National Heart Foundation at the Jatiya Press Club on Monday.
Dr Khairul Abrar, Programme Officer of the Anti-Tobacco Programme of the National Heart Foundation of Bangladesh, presented the keynote paper at the seminar highlighting the key findings of the survey.
“Under the act, hospitals in the country are supposed to be completely tobacco-free but the reality is something quite opposite,” he said.
Prof Dr Habibe Millat, MP, in his speech as the chief guest, urged the Directorate General of Health Services (DGHS) to take necessary steps to enforce the tobacco law properly at the hospitals.
Chaired by National Professor Brigadier (retd) Abdul Malik, the seminar was attended, among others, by Dr Rayhan-e-Jannat, acting Line Director of the Health Department and Manager of Non-communicable Disease Control Program, Shamima Ferdous, Deputy Secretary (World Health) Ministry of Health and Family Welfare, Mozaffar Hossain, President of Bangladesh National Anti-Tuberculosis Association, Prof Dr Mollah Obaydullah, President of Bangladesh Cancer Society and members of different anti-tobacco organisations.

রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

Foundation stone of 500-bed Universal Medical College laid


Health Desk- 12 Jan, 2020: Home Minister Asaduzzaman Khan Kamal speaks at a programme marking the inauguration of foundation stone of 500-bed Universal Medical College Hospital on the campus in the city's Mohakhali area on Saturday.
The foundation stone of 500-bed super speciality hospital "Universal Medical College Hospital" (formerly known as Aysha Memorial Hospital) was laid on the college campus in the city's Mohakhali area on Saturday, said a press release.
Besides, the orientation for its MBBS sixth batch students was held on the same day. Priti Chakraborty, chairman of the Universal Medical College and director of FBCCI, presided over the programme while Home Minister Asaduzzaman Khan Kamal, who was present as the chief guest, inaugurated the foundation stone.
He advised the newly admitted students to prepare themselves well, as doctors are the first-class citizens of a country. Md Obayed Ullah Al Masud, CEO and MD of Rupali Bank Limited, Dr Shahriar Nabi (Shakil), dean of faculty of medicine of Dhaka University, and Professor Dr Fatima Parvin Chowdhury, principal of United Medical College gave speech as the special guest.
http://amarhealth.com/Health-Institute/4676/Foundationstoneof500-bedUniversalMedicalCollegelaid

শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পাবে মেয়েরা : স্বাস্থ্যমন্ত্রী



স্বাস্থ্য ডেস্ক: ১২ জানুয়ারি’২০: ১৮ বছরের কম বয়সী মেয়েরা বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার সন্ধ্যায় রাজধানীর এফডিসিতে নারীর মর্যাদা অক্ষুন্ন রাখতে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, "১৮ বছরের কম বয়সের মেয়েদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে। বিশেষত, গ্রামে থাকা নারীরা এই স্যানিটারি ন্যাপকিন কিনতে না পারার কারণে নানা ধরনের অসুখে পড়েন। তাই, সরকারিভাবে এই স্যানিটারি ন্যাপকিন প্রদানের ফলে দেশের দূর-দূরান্তে ছড়িয়ে থাকা অসহায় দরিদ্র নারীরা খুব বেশি উপকৃত হবেন।"
ডিবেট ফর ডেমোক্রেসি এর সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য-শিক্ষা বিভাগের সচিব আলী নূর, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ অন্যরা।

ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হওয়ার মূল কারণ জিহ্বার চর্বি



স্বাস্থ্য ডেস্ক: ১২ জানুয়ারি’২০: জিহ্বায় বাড়তি চর্বি বা মোটা জিহ্বা ঘুমন্ত অবস্থায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সমস্যা বা স্লিপ অ্যাপনিয়ার কারণ হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এমন ধারণা পাওয়া যাচ্ছে।
স্লিপ অ্যাপনিয়ায় ভোগা ব্যক্তিরা ঘুমের মধ্যে জোরে নাক ডাকেন বেশি, তাঁদের নিঃশ্বাস অনেক উঁচু শব্দযুক্ত হতে পারে এবং অনেক সময় নিঃশ্বাস না নিতে পারার কারণে ঘুমের মধ্যে তাঁদের শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। এতে করে তাঁদের ঘুমের ব্যাঘাত ঘটে যা অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। এসব রোগীর অনেকেরই তাই পরদিন ঘুমঘুম ভাব থাকে।
গবেষকরা বলছেন, স্থূলকায় ব্যক্তিদের মধ্যে বাড়তি চর্বিযুক্ত জিহ্বা বেশি পাওয়া যায়। গবেষকরা দেখতে পেয়েছেন স্লিপ অ্যাপনিয়ার রোগীরা শরীরের ওজন কমালে সেই সঙ্গে জিহ্বা থেকেও চর্বি কমে যায়। আর তাতে রোগটি কমে আসে।
তবে স্থূলকায় না হলেও অনেকের চর্বিযুক্ত জিহ্বা হতে পারে। তাঁরাও এই সমস্যায় ভোগেন। গবেষকরা এখন খোঁজার চেষ্টা করছেন এমন খাবার যা জিহ্বায় কম চর্বি যোগ করে।
গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ফিলাডেলফিয়ার পেরেলম্যান স্কুল অব মেডিসিন প্রতিষ্ঠানের ড. রিচার্ড শোয়াব। তিনি বলেন, ‘কেন জিহ্বায় চর্বি জমে তা ঠিক পরিষ্কার না। হতে পারে এটা জন্মগত অথবা পারিপার্শ্বিক কোনো কারণে। তবে জিহ্বায় চর্বি যত কম হবে, ঘুমের মধ্যে তাতে সমস্যা তৈরি করার সম্ভাবনা তত কম হবে।’

কেমিক্যাল মিশ্রিত টমেটো বিক্রি বন্ধের নির্দেশ খাদ্যমন্ত্রীর



স্বাস্থ্য ডেস্ক: ১২ জানুয়ারি’২০: কেমিক্যাল মিশ্রিত টমেটো বিক্রি বন্ধের নির্দেশ দিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার এক কর্মসূচিতে অংশ নিতে রাজশাহী থেকে চাপাইনবাবগঞ্জ যাওয়ার পথে টমেটো ক্ষেত পরিদর্শন শেষে এ নির্দেশ দেন তিনি।
জানা যায়, মন্ত্রীর যাত্রাপথেই গোদাগাড়ীতে চোখে পড়ে রাস্তার পাশে বিস্তীর্ণ টমেটো ক্ষেত। সেখান থেকে টমেটো তুলে প্রসেস করছিলেন কৃষক। সেখানে টমেটোতে ইথানল নামক একধরনের স্প্রে করার বিষয়টি নজরে আসে খাদ্যমন্ত্রীর। তাৎক্ষিণক মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে সেখানে নামেন খাদ্যমন্ত্রী। তিনি গাড়ি থেকে নেমে টমেটো খেতে যান এবং কৃষকদেরকে টমেটোর প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে জিজ্ঞেস করলে তারা কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি।
মন্ত্রী কৃষকদের কাছে জানতে চান টমেটো পাকানোর জন্য কি মেশানো হচ্ছে? এ সময় খাদ্যমন্ত্রী দেখতে পান তখন পাশের একটি গুদাম ঘরে রাখা কয়েকশো ইথিফোনের বোতল। যেগুলো টমেটো পাকানোর জন্য ব্যবহৃত হচ্ছিল।
পরে মন্ত্রী নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিশেষজ্ঞ টিমকে ওই মাঠে এসে টমেটোর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে নিয়ে পরীক্ষা করার নির্দেশ দেন। একই সঙ্গে খাদ্যমন্ত্রী গোদাগাড়ী উপজেলার ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন রিপোর্ট না আসা পর্যন্ত কেমিক্যাল মিশ্রিত এসব টমেটো যাতে বাজারজাত না হয়। রিপোর্ট আসার পর জানা যাবে টমেটোতে মিশ্রিত কেমিক্যাল মানবদেহের জন্য কতটুকু নিরাপদ নাকি ক্ষতিকর।
উল্লেখ্য, রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে টমেটো উৎপন্ন হয় এবং বেশিরভাগ কৃষকই টমেটো চাষের সঙ্গে জড়িত।

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

Vitamin A plus campaign underway


Health Desk- 11th Jan, 2020: The national Vitamin A plus campaign has begun across the country on Saturday morning. Over 2 crore children, aged six months to 59 months, are being fed the capsule under the campaign.
Children aged between six to eleven months are being fed one blue color Vitamin A capsule, while those aged between 12 to 59 months are being fed red colored capsules from 8.00am to 4.00pm on the day.
The children are being given Vitamin A capsule at some 1, 20,000 permanent and additional 20,000 temporary mobile health centres across the country.
Besides, mobile health centres has been set up at railway stations, bus stands, launch terminals, airports, ferry terminals, bridge toll centres including Bangabadhu bridge, Daudkandi bridge and Meghna bridge and different kheya ghats across the country which are remain open from 8.00am to 4.00pm to make sure that all children are fed the capsules.
Children of the remote areas under 240 unions in 42 upazilas of 12 districts will be fed the capsules in the next four days of the campaign day through conducting a search programme. A total 2 lakh and 80 thousands volunteers have been trained in city corporation, municipality, upazila and union parishad level.
Control room has been opened in every upazila, district and centrally on the day for monitoring and observing Vitamin A Plus campaign.
On the others, the campaign in Gazipur City Corporation will be observed on January 25 instead of January 11 for Biswa Ijtema. Meanwhile, UNICEF will engage a group of volunteers (Blue Force) in the national Vitamin A-plus campaign (NVAC+) 2020 in 21 districts under the Ministry of Health and Family Welfare and NNS-IPHN.


ডাক্তার সংসদ সদস্য মোজাম্মল হোসেনের মৃত্যুতে শোক


স্বাস্থ্য ডেস্ক- ১০ জানু’২০: বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন চলে গেলেন না ফেরার দেশে (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত পোনে ১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ডা. মোজাম্মেল হোসেন বাগেরহাট-১ এবং বাগেরহাট-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি শিশু, মহিলা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।
মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘একজন পার্লামেন্টারিয়ান হিসেবে ডা. মোজাম্মেল গণতন্ত্র ও এলাকার উন্নয়নে বিপুল অবদান রেখেছেন।’
রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার মৃত্যু রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।
ডা. মোজাম্মেল হোসেনের পুত্র ড. মো. মাহমুদ হোসেন জানান, বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের রেলরোডস্থ আওয়ামী লীগের কার্যালযের সামনে ডা. মোজাম্মেল হোসেনের মরদেহ রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। জুম্মাবাদ ২টায় বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু জানান, বিকাল সাড়ে ৩টায় মোড়েলগঞ্জ এসএম কলেজ মাঠে জানাজা শেষে গ্রামের বাড়ি কচুবুনিয়াতে তাঁর মরদেহ নেওয়া হচ্ছে। কচুবুনিয়া হাইস্কুল মাঠে বিকাল সাড়ে ৫টায় সর্বশেষ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ডা. মোজাম্মেল হোসেন আওয়ামী লীগের মনোনয়নে বাগেরহাট-১ এবং বাগেরহাট-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের মন্ত্রিসভায় ডা. মোজাম্মেল হোসেন শিশু, মহিলা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। প্রবীণ এই সফল রাজনীতিবিদ ১৯৮৪ সাল থেকে প্রায় ৪০ বছর বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ১৯৭৯ সালে বাগেরহাট মহাকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ডা. মোজাম্মেল হোসেন। ১৯৪০ সালের ১ আগস্ট ডা. মোজাম্মেল হোসেন জন্মগ্রহণ করেন।