শনিবার, ২৫ জুলাই, ২০২০

নকল মাস্ক: অপরাজিতার মালিক শারমিন গ্রেপ্তার




ডেস্ক রিপোর্ট, ২৫ জুলাই, ২০২০: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে নকল মাস্ক সরবরাহের মামলায় ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল আটক করে। বিএসএমএমইউতে মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিনকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে তাকে একমাত্র আসামি করে রাজধানীর শাহবাগ থানায় প্রতারণার মামলা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
ডিবির রমনা বিভাগের উপকমিশনার আজিমুল হক বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ এলাকা থেকে শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহবাগ থানায় দায়ের হওয়া মামলার এজাহারে উল্লেখিত অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন