বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

ঘর থেকেই বেশি ছড়াচ্ছে করোনা: গবেষণা



ডেস্ক রিপোর্ট, ২৪ জুলাই, ২০২০: বাইরে নয়, ঘর ও পরিজনদের থেকেই ছড়াচ্ছে করোনা! ফলে দিন দিন বাড়ছে রোগের দাপট। দক্ষিণ কোরিয়ার এক গবেষণায় উঠে এসেছে এমন ভয়ানক তথ্য! করোনায় আক্রান্ত ৫ হাজার ৭০৬ জনকে পরীক্ষা করে এই গবেষণার প্রতিবেদন দাঁড় করানো হয়েছে৷
দক্ষিণ কোরিয়ার এই গবেষণায় বলা হয়েছে, বাড়ির বাইরে গিয়ে নয়, বাড়ি থেকেই ছড়াচ্ছে করোনা৷ আত্মীয়-পরিজন থেকে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিই বেশি৷ পরিবারের লোকের সংস্পর্শেই এই রোগ ছড়াচ্ছে মারাত্মক হারে৷ করোনায় আক্রান্ত ৫ হাজার ৭০৬ জনকে নিয়ে এই গবেষণায় এমনটি দাবি করা হয়েছে৷ খবর রয়টার্সের
ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে৷ গত ১৬ জুলাই সামনে আসে রিপোর্টটি৷ গবেষণায় দাবি করা হয়েছে, প্রতি ১০০ জনে ২ জন করোনায় আক্রান্ত হচ্ছেন বাড়ির বাইরে থেকে৷ তবে প্রতি ১০ জনে ১ জন বাড়ির ভেতর থেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন৷
গবেষণায় আরও বলা হয়েছে, করোনার ক্ষেত্রে বয়সও একটা বড় ভূমিকা পালন করছে৷ বাড়িতে টিনএজ এবং ৬০ বছরের ঊর্ধ্বে কেউ করোনা সংক্রমণ হলে তার ভয় অনেক বেশি৷
দক্ষিণ কোরিয়ার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ডিরেক্টর জং ইউন কিয়ং জানিয়েছেন, বাড়ির ছোট ও বয়স্করা বাড়ির অন্যদের সংস্পর্শে বেশি আসেন৷ তাই তাদের থেকে এই রোগ ছড়ানোর ঝুঁকি বেশি এবং ছোটদের মধ্যে এই রোগ উপসর্গহীন থাকে বেশি৷ তাই তাদের থেকেই অজান্তে এই রোগ বাড়ির অন্যদের মধ্যে ছড়াচ্ছে বলে দাবি করা হয়েছে গবেষণায়৷
http://bangla.amarhealth.com/spotlight/15692/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন