শনিবার, ২৫ জুলাই, ২০২০

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হ্যারিকেন 'হানা'



ডেস্ক রিপোর্ট, ২৬ জুলাই, ২০২০: করোনা প্রকোপে জর্জরিত পুরো যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির মধ্যেই দেশটির টেক্সাসের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে হ্যারিকেন হানা। এই হ্যারিকেনের কারণে সৃষ্ট ঝড় জীবনের জন্য হুমকির হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সেই সঙ্গে প্রচুর বৃষ্টি এবং বাতাস হতে পারে বলেও জানিয়েছেন তারা।
শনিবার টেক্সাসের পাদ্রে দ্বীপে আঘাত হানে। জানা গেছে, হ্যারিকেনটি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে।
ইতোমধ্যে টেক্সাসের ৩২টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে অঙ্গরাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট। করোনা প্রকোপের কারণে এই দুর্যোগে জরুরি সেবা দেওয়ার কাজ কঠিন হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। গ্রেগ অ্যাবট বলেন, যে কোন হ্যারিকেনেই অনেক চ্যালেঞ্জ থাকে। এবারেরটা আরো জটিল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট বার্তায় জানিয়েছেন যে, তার প্রশাসন গভীরভাবে এই হ্যারিকেনটিকে পর্যবেক্ষণ করছে।
টেক্সাসে ইতোমধ্যে ৩৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন প্রায় পাঁচ হাজার মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন