বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

যুক্তরাষ্ট্রে ৪০ লাখ ছাড়িয়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা



ডেস্ক রিপোর্ট, ২৪ জুলাই, ২০২০: যুক্তরাষ্ট্রে ৪০ লাখ ছাড়িয়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। এদিকে, টানা তিনদিন ধরে যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃতের সংখ্যা গড়ে এগারশো’র বেশি। 
চলতি মাসে যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি রাজ্যে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুর এমন ঊর্ধ্বমুখী হারে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসের মতো অঙ্গরাজ্যের হাসপাতালগুলো মারাত্মক সংকটে পড়েছে। রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
যুক্তরাষ্ট্রে মোট ১ লাখ ৪৪ হাজার ২১১ মৃত্যুর মধ্যে বৃহস্পতিবার মারা গেছে ১ হাজার ১৪ জন। মঙ্গলবারের ১ হাজার ১৪১ আর বুধবারের ১ হাজার ১৩৫ এর তুলনায় অবশ্য এই সংখ্যা কিছুটা কম। বৃহস্পতিবার অন্তত ৬০ হাজার নতুন রোগী শনাক্ত হওয়ার পর দেশটির মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়ায়।
গতদিন টেক্সাসে ১৭৪, ফ্লোরিডায় ১৭৩, ক্যালিফোর্নিয়ায় ১৫২ এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যে ৮৯ জন মারা গেছেন। ফ্লোরিডায় এর আগে একদিনে এত মানুষ করোনায় মারা যায়নি। এছাড়া টেনেসি অঙ্গরাজ্যেও বৃহস্পতিবার ৩৭ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যায় এক সময়ে বিপর্যস্ত নিউইয়র্ককে ছাড়িয়েছে ফ্লোরিডা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন