শনিবার, ২৫ জুলাই, ২০২০

ভারতের করোনা টিকা মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু



ডেস্ক রিপোর্ট, ২৫ জুলাই, ২০২০: নিজেদের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলো ভারত। প্রথম দফায় শুক্রবার নয়াদিল্লির এইমসে পাঁচ জন স্বেচ্ছাসেবকের উপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে। তার মধ্যে ৩০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে এটি প্রথম প্রয়োগ করা হয়।
শুক্রবার দুপুর দেড়টায় ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশনের মাধ্যমে ওই স্বেচ্ছাসেবকের দেহে শূন্য দশমিক ৫ মিলিগ্রাম কোভ্যাক্সিন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়। আগামী সাত দিন ওই স্বেচ্ছাসেবককে পর্যবেক্ষণে রাখা হবে।
ভ্যাকসিনটির প্রথম ও দ্বিতীয় ধাপে হিউম্যান ট্রায়ালের অনুমোদন দেওয়ার পরেই স্বেচ্ছাসেবক চেয়ে আবেদন জানানো হয়েছিল। এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৫শ জন নিজেদের দেহে কোভ্যাক্সিন প্রয়োগের জন্য নাম লিখিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন