ডেস্ক রিপোর্ট, ২৫ জুলাই, ২০২০: ঘরের ব্যবহার্য চেয়ার,
টেবিলসহ অন্যান্য আসবাবে করোনাভাইরাস থাকতে পারে। এসব আসবাব করোনামুক্ত রাখতে করণীয়
হলো:
► ১ শতাংশ সোডিয়াম হাইপোক্লোরাইড দ্রবণ বানিয়ে
(১০০ মিলি পানিতে ১ মিলি) অথবা তিন-চার চামচ ব্লিচিং পাউডার সমপরিমাণ পানির সঙ্গে গুলে
স্প্রে করুন। সাবধান থাকতে হবে যেন চোখে-মুখে না লাগে।
► স্প্রে করার পর সম্ভব হলে কিছুক্ষণ ঘরের
বাইরে থাকুন, যতক্ষণ না ঝাঁজালো গন্ধটা চলে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন