শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

চীনে আবারও করোনার হানা! নতুন করে আক্রান্ত ২২



ডেস্ক রিপোর্ট, ২৪ জুলাই, ২০২০: ফের চীনে করোনাভাইরাসের হানা! দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ১৪। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।
ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, নতুন সংক্রমণের শিকারদের মধ্যে ১৮ জন পশ্চিমের প্রদেশ শিনজিয়াংয়ের। এছাড়া এক জন রয়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ের দাইলান শহরের। অপর তিন জন বিদেশ থেকে আসা।
এ ব্যাপারে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দাইলানে করোনায় আক্রান্ত ৫৮ বছরের ওই ব্যক্তি একটি সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে চাকরি করতেন। ওই প্রতিষ্ঠানের ফ্রোজেন খাবার, ওয়ার্কশপ, ক্যান্টিন ও অফিস ভবন থেকে সংগৃহীত নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
একই দিন চীনা কর্তৃপক্ষ ৩১ জন লক্ষণবিহীন করোনা আক্রান্তের তথ্য জানিয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ২২। চীন অবশ্য লক্ষণবিহীন আক্রান্তদের করোনায় আক্রান্ত তালিকায় স্থান দেয় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন