মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

COVID-19: SAARC health professionals meeting on March 26


Health Desk- 24 March 2020: Following the SAARC head of states meeting through video conference, India has recently proposed a video conference of senior health professionals of SAARC Countries to be held on March 26 to exchange experiences of combating the spread of COVID-19 including on specific protocols dealing with screening at every points, quarantine, and isolation facilities.
Bangladesh Prime Minister Sheikh Hasina had proposed to have an interaction with health professionals of SAARC countries to check the menace of Corona Virus.
A video conference of SAARC Leaders on combating COVID-19 was held on March 15 last. The conference demonstrated the shared resolve of countries in the SAARC region to fight together the unprecedented challenge of the COVID-19 pandemic.
In a late evening press release by the Ministry of External affairs of India says that the numbers of COVID-19 cases in all SAARC countries have been growing steadily, further reinforcing the need for all to act in fullest solidarity to address the challenge and mitigate its impact.
As announced by the Prime Minister, India has since created a COVID-19 Emergency Fund with an initial offer of USD 10 million to meet the costs of immediate actions. The fund has been operationalised and the requirements of urgent medical supplies and equipment in individual countries in the region are being met through this fund.
It is encouraging that, in the spirit of collaboration, contributions have also been committed by Sri Lanka (USD 5 million), Bangladesh (1.5 million), Nepal (USD 1 million), Afghanistan (USD 1 million), Maldives (USD 200,000) and Bhutan (USD 100,000) taking the total amount in the COVID-19 Emergency Fund to USD 18.3 million. It truly reflects the deeply shared sense of determination in the participating countries to act together.
http://amarhealth.com/good-news/4775/COVID-19SAARChealthprofessionalsmeetingonMarch26

সোমবার, ২৩ মার্চ, ২০২০

Man dies after ingesting chloroquine in an attempt to prevent Covid-19


Health Desk- 24 March 2020: An Arizona man of the USA has died after ingesting chloroquine phosphate — believing it would protect him from becoming infected with the coronavirus. The man's wife also ingested the substance and is under critical care.
The toxic ingredient they consumed was not the medication form of chloroquine, used to treat malaria in humans. Instead, it was an ingredient listed on a parasite treatment for fish.
The man's wife told the news media, she'd watched televised briefings during which President Trump talked about the potential benefits of chloroquine. Even though no drugs are approved to prevent or treat COVID-19, the disease caused by the coronavirus, some early research suggests it may be useful as a therapy.
"We were afraid of getting sick."
The name "chloroquine" resonated with the man's wife, who asked that her name not be used to protect the family's privacy. She'd used it previously to treat her koi fish.
The couple — both in their 60s and potentially at higher risk for complications of the virus — decided to mix a small amount of the substance with a liquid and drink it as a way to prevent the coronavirus.
Source: nbcnews.com
http://amarhealth.com/pharmaceuticals/4774/MandiesafteringestingchloroquineinanattempttopreventCovid-19

World Water Day highlights role of handwashing


Health Desk- 24 March 2020: Good hand hygiene protects you and those around you. One of the most important contributions we can make to slowing down transmission of COVID-19 and keeping ourselves and our communities safe is to wash our hands. This is the main message of World Water Day 2020 on 22 March, and everyone has a role to play.
The provision of safe water, sanitation and adequate hygiene (WASH) is essential to protecting human health during all infectious disease outbreaks.
Ensuring good and consistently applied WASH, environmental cleaning and waste management practices in communities, homes, schools, marketplaces and health-care facilities will further help to prevent human-to-human transmission of the COVID-19 virus. Strictly following good handwashing and personal hygiene practices is important for all, but especially in health-care settings, where it protects both patients and health-care workers.
Safe hygiene standards require a continuous and adequate supply of safe water, and sanitation systems that will continue to function even under stress or challenging conditions, such as under a changing climate.
Within the WHO European Region, we have a strong multilateral mechanism: the Protocol on Water and Health to the 1992 Convention on the Protection and Use of Transboundary Watercourses and International Lakes.
The Protocol’s primary objective is to promote the protection of human health and well-being within a framework of sustainable development, through improving water management, including the protection of water ecosystems, and through preventing, controlling and reducing water-related disease.
Courtesy: WHO
http://amarhealth.com/Spot-Light/4772/WorldWaterDayhighlightsroleofhandwashing

1 more dies of coronavirus, 6 new cases confirmed: IEDCR


Health Desk- 23 March 2020: One more coronavirus patient has died in Bangladesh and six new cases have been confirmed by the Institute of Epidemiology, Disease Control and Research (IEDCR).
The official death toll from coronavirus in the country is now 3, and the number of total infected stands at 33.
Of the six new infected, there are three men and three women, Dr Meerjady Sabrina Flora, director, IEDCR said while briefing the media through videoconference on Monday.
And of them, two are children aged under 10, Dr Flora added.
The IEDCR director also strictly advised everyone who feels unwell to make sure they do not leave home unless they need to go to the hospital.

করোনায় প্রধানমন্ত্রীর কাছে ৬৩ নাগরিকের খোলা চিঠি



স্বাস্থ্য ডেস্ক- ২৩ মার্চ ২০২০: করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০ দফা দাবি জানিয়ে খোলা চিঠি লিখেছেন দেশের ৬৩ বিশিষ্ট নাগরিক। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা গণমাধ্যমে এই চিঠি পাঠিয়েছেন।
খোলা চিঠিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপকাঠিতে করোনা সংক্রমণের যে চারটি স্তরের কথা বলা হয়েছে বাংলাদেশ এর তৃতীয় স্তরে প্রবেশ করেছে বলে দাবি করা হয়। অর্থাৎ দেশের ভেতরেই এই রোগ সামাজিক সংক্রমণের পর্যায়ে ঢুকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ভূমিকার পর চিঠির অনুলিপি নিচে তুলে ধরা হলো-
করোনা সংক্রমণের চতুর্থ স্তর হলো; ব্যাপক সংক্রমণ ও মৃত্যু। চীন, ইরান, ইতালি ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি থেকে আমরা পরিষ্কার ধারণা করতে পারি যে, কীভাবে অতি দ্রুত জ্যামিতিক গতিতে এই মহামারি দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, দুই মাস সময় পেলেও সরকার সমস্যার দিকে কোনো মনোযোগই দেয়নি।
উপদ্রুত দেশগুলো থেকে দেশে প্রত্যাবর্তনকারী প্রবাসী ভাই-বোনদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণে কোয়ারেন্টিন না করার সরকারি ব্যর্থতা প্রমাণ করে যে সমন্বয়হীনতা ও প্রস্তুতির অভাব দেশকে কত বড় বিপদে ফেলতে পারে।
এই মহাবিপদ মোকাবিলায় প্রস্তুতি নেই, সমন্বয় নেই, আক্রান্ত রোগী শনাক্তকরণের পর্যাপ্ত উপকরণ ও ব্যবস্থাপনা দেশে নেই; নেই চিকিৎসকদের রক্ষার ব্যবস্থা, নেই যথেষ্ট মাস্ক, স্যানিটাইজার ও ভেন্টিলেটার! পরীক্ষার ব্যবস্থা ছাড়া সরকার আক্রান্ত সংখ্যার যে তথ্য দিচ্ছে তা তাই বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না। দেশের হাসপাতাল ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় বিরাজমান দুর্বলতা ও প্রস্তুতিহীনতা অনুধাবন করে দেশের নাগরিক হিসেবে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
উদ্বেগের আরও কারণ হচ্ছে জাতির মহাবিপদের মুহূর্তে দুর্যোগ মোকাবিলার কোনো সমন্বিত উদ্যোগ না নিয়ে উল্টো বাস্তবতা অস্বীকার করে 'সকল প্রস্তুতি সম্পন্ন' বলে সরকারের মিথ্যা সাফল্যের বন্দনায় মন্ত্রী ও কর্মকর্তাদের ব্যস্ততা এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আমাদের গভীরভাবে চিন্তিত, ক্ষুব্ধ ও হতাশ করে।
বিভিন্ন ছাত্র যুব সংগঠনসহ স্বেচ্ছাসেবী ব্যক্তি ও সংগঠনের দায়িত্বশীল কাজই এখন পর্যন্ত আমাদের ভরসা। কিন্তু এসব উদ্যোগ সমন্বয়েরও কোনো আগ্রহ সরকারের মধ্যে দেখা যাচ্ছে না।
এতো বড় মাপের একটি মহামারী সামাল দেয়ার জন্য সঠিক ও সমন্বিত রাষ্ট্রীয় ব্যবস্থাপনা অপরিহার্য। আমরা চাই, সরকার আর কালক্ষেপণ না করে অবিলম্বে আন্ত-মন্ত্রণালয় সমন্বয় করে, নাগরিক সমাজের প্রতিনিধি, বিশেষজ্ঞ চিকিৎসক, পরিবেশবিদ এবং অন্যান্য বিশেষজ্ঞমন্ডলীর সমন্বয়ে একটি মহাপরিকল্পনা গ্রহণ করবে।
এই মহাপরিকল্পনা কার্যকর করবার জন্যে দেশের নাগরিকদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি নিয়ে একটি স্বাধীন উচ্চক্ষমতা সম্পন্ন মাল্টি-ফাংশনাল ওয়ার্কিং কমিটি গঠন করতে হবে, যারা নিয়মিতভাবে সরকারের কাজের তদারকি করবে, দিক নির্দেশনা প্রদান করবে এবং সকল নাগরিককে প্রকৃত তথ্য জানাবে। এর জন্য তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
উদ্বিগ্ন নাগরিক হিসেবে সরকারের প্রতি আমাদের আরও আশু দাবি হচ্ছে:
১. আমরা চাই, সরকার আর কালক্ষেপণ না করে শ্বেতপত্রের মাধ্যমে করোনা মহামারি রোধের পরিকল্পনা ও কার্যকর প্রণালী জনসমক্ষে প্রকাশ করবে। শ্বেতপত্রে থাকবে ঢাকাসহ প্রতিটি জেলা-উপজেলায় কতজন স্বাস্থ্যকর্মী আছেন এবং তাদের সুরক্ষার পর্যাপ্ত সরঞ্জাম কবে পর্যন্ত নিশ্চিত করা যাবে, প্রতিটি হাসপাতালে সর্বোচ্চ কতটি বেড প্রস্তুত করা যাবে, প্রতিটি হাসপাতালে কতটি ভেন্টিলেটর প্রস্তুত আছে, করোনা পরীক্ষার কতগুলো কিট আছে, প্রতিদিনের ব্যবহারের মানসম্মত গ্লাভস, মাস্ক ইত্যাদির মজুত কতদিনের মধ্যে নিশ্চিত করা যাবে, এসব তথ্য প্রকাশ করতে হবে।
২. অবিলম্বে দেশের সব জায়গায় বিনামূল্যে টেস্ট করার জন্য প্রয়োজনীয় কিটসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ ও তার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। মাস্ক, সাবান, স্যানিটাইজার জোগান নিশ্চিত করতে হবে। কিট তৈরির কাঁচামাল আমদানির ক্ষেত্রে দ্রুত খালাস ও কর মওকুফের ব্যবস্থা করতে হবে।
৩. দেশের সব প্রবেশপথ সতর্ক নজরদারির আওতায় নিতে হবে। অবিলম্বে করোনা সংক্রমণের সময় আক্রান্ত দেশগুলো থেকে ফিরে আসা প্রবাসীদের অবস্থানের ওপর ভিত্তি করে সম্ভাব্য বা ইতোমধ্যে আক্রান্ত অঞ্চলের মানচিত্র তৈরি করতে হবে। গুরুত্ব অনুযায়ী অঞ্চলভিত্তিক জরুরি ব্যবস্থা নিতে হবে। দেশের ভেতর কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামসহ পর্যটন গন্তব্যগুলো বন্ধ করে দিতে হবে।
৪. কোয়ারেন্টিনের জন্যে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে বড় হোটেল-মোটেল-রিসোর্টসহ উপযোগী ভবনগুলো অস্থায়ীভাবে ব্যবহারের জন্যে নির্দিষ্ট করতে হবে। দেশের বিভিন্ন অঞ্চলে স্টেডিয়াম, জিমনেশিয়াম, খালি ভবনে অস্থায়ী হাসপাতাল নির্মাণ ও ব্যবস্থাপনায় সেনাবাহিনীকে যুক্ত করা সম্ভব। সিএমএইচ ও বেসরকারি হাসপাতালগুলোকে সমন্বিত পরিকল্পনায় যুক্ত করতে হবে।
৫. ডাক্তার-নার্সসহ সব স্বাস্থ্যকর্মীর নিরাপদ পোশাক ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে হবে। স্বাস্থ্যকর্মীদের দীর্ঘ মেয়াদি স্বাস্থ্যসেবা দেওয়ার জন্যে দ্রুত প্রয়োজনীয় প্রশিক্ষণের আয়োজন করতে হবে। দেশের পোশাক কারখানা ব্যবহার করে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্যে পর্যাপ্ত পরিমাণে পিপিই (পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) সরবরাহ করতে হবে।
৬. গণপরিবহন ও গণপরিসরগুলো এবং সংক্রমণের হটস্পট নিয়মিত জীবাণুমুক্ত করার ব্যবস্থা নিতে হবে। জেলখানার ঝুঁকিপূর্ণ জনচাপ দূর করে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, জনচাপ কমাতে বিনা বিচারে আটক, মেয়াদ উত্তীর্ণদের মুক্তি দিতে হবে। ছিন্নমূল, ভাসমান মানুষদের জন্যে নিরাপদ স্থানে আশ্রয় শিবির খুলে তাদেরকে সরিয়ে নিতে হবে। গাদাগাদিভাবে বাস করা বস্তিবাসীদের নিরাপত্তায় প্রতিটি বস্তিতে পরিচ্ছন্নতার উপকরণ সরবরাহ এবং করোনা মনিটরিং সেল স্থাপন করতে হবে। রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রেও একই রকম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ইমিউন সিস্টেম শক্তিশালী করবার জন্যে প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য সরবরাহের ব্যবস্থা করতে হবে।
৭. করোনা সংক্রান্ত জরুরি কাজ ছাড়া পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানার শ্রমিকদের আপদকালীন সময়ে সবেতন ছুটি দিতে হবে। ছুটিকালীন শ্রমিকদের মজুরি যাতে ঠিকমতো পরিশোধ হয়, সরকারকে তা নিশ্চিত করতে হবে।
৮. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মজুতদারি বন্ধ করে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করতে হবে। নিম্ন আয়ের এবং রোজগার হারানো মানুষদের জন্যে রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে। এই সুযোগে ঋণখেলাপি, চোরাই টাকার মালিকদের কোনো বাড়তি সুবিধা দেওয়া যাবে না।
৯. বিশেষজ্ঞ, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতাদের সাহায্যে পাড়ায় পাড়ায় স্থানীয় ক্লাব, সংগঠন ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম দিয়ে তাদের প্রচার ও রোগ প্রতিরোধে কাজের সুযোগ দিতে হবে।
১০. এর পাশাপাশি ডেঙ্গু ও চিকনগুনিয়া মোকাবিলায় সরকারের কী পরিকল্পনা তা প্রকাশ করতে হবে। বর্ষা আসার আগেই আমাদের ডেঙ্গু মৃত্যু রোধ করবার প্রস্তুতিও শেষ করতে হবে, যেটি একই কমিটি থেকে পরিচালিত হতে পারে।
নাগরিকদের পক্ষে:
১। আনু মুহাম্মদ, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২। তানজীমউদ্দিন খান, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩। মোশাহিদা সুলতানা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪। বীথি ঘোষ, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সমগীত
৫। অমল আকাশ, শিল্পী ও সংগঠক, সমগীত
৬। সায়েমা খাতুন, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৭। সামিনা লুৎফা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৮। মাহা মির্জা, গবেষক
৯। মিজানুর রহমান, জনস্বার্থ আন্দোলন কর্মী
১০। সিউতি সবুর, শিক্ষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
১১। সাঈদ ফেরদৌস, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১২। লুবনা মরিয়ম, সাংস্কৃতিক কর্মী, শিল্পনির্দেশক, সাধনা।
১৩। রুশাদ ফরিদী, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৪। গোলাম মোর্তজা, সাংবাদিক
১৫। ফারজানা ওয়াহিদ শায়ান, সংগীতশিল্পী
১৬। রেহনুমা আহমেদ, লেখক ও গবেষক
১৭। নাজনীন শিফা, অ্যাক্টিভিস্ট, গবেষক
১৮। ড দীনা এম সিদ্দিকী, নৃবিজ্ঞানী ও শিক্ষক
১৯। মুক্তশ্রী চাকমা, অধিকারকর্মী ও গবেষক
২০। খুশী কবির, মানবাধিকার কর্মী
২১। কাজলী শেহরীন ইসলাম, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
২২। রোবায়েত ফেরদৌস, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
২৩। সুলতানা কামাল, মানবাধিকারকর্মী
২৪। অরূপ রাহী, কবি ও সংগীতশিল্পী
২৫। সৌভিক রেজা, শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়
২৬। নাসরীন খন্দকার, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৭। আজফার হোসেন, শিক্ষক ও লেখক
২৮। আইনুল ইসলাম, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
২৯। নায়লা আজাদ, নাট্যকর্মী ও শিক্ষক
৩০। আলী রীয়াজ, শিক্ষক ও লেখক
৩১। শহিদুল আলম, আলোকচিত্রী ও লেখক
৩২। রেজাউর রহমান লেনিন, গবেষক এবং মানবাধিকার কর্মী
৩৩। ইফতেখারুজ্জামান, ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ
৩৪। বদিউল মজুমদার, সংগঠক সুজন
৩৫। জোবাইদা নাসরীন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৬। মীর্জা তাসলিমা সুলতানা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩৭। শাহীন আনাম, অধিকারকর্মী, মানুষের জন্য
৩৮। সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ অধিকারকর্মী
৩৯। গীতি আরা নাসরীন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪০। তাসলিমা আখতার, আলোকচিত্রী ও শ্রমিক অধিকারকর্মী
৪১। অবন্তী হারুন, শিক্ষক, ইউল্যাব
৪২। মানস চৌধুরী, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৪৩। বীণা ডি'কস্টা, শিক্ষক ও লেখক
৪৪। রিদয়ানুল হক, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪৫। আনিসুল ইসিলাম হিরু, নৃত্যশিল্পী, শিল্প নির্দেশক, সৃষ্টি সংস্কৃতি কেন্দ্র
৪৬। নোভা আহমেদ, শিক্ষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
৪৭। লুৎফুর রহমান, কৃষিবিদ ও গবেষক
৪৮। সাদাফ নূর, শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৪৯। লুৎফুন হোসেন, সাবেক শিক্ষক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
৫০। নুসরাত চৌধুরী, নৃবিজ্ঞানী ও শিক্ষক
৫১। শিল্পী বড়ুয়া, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ
৫২। মাইদুল ইসলাম, শিক্ষক, সমাজতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৫৩। রোজিনা বেগম, গবেষক
৫৪। কল্লোল মোস্তফা, প্রকৌশলী, লেখক
৫৫। জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী
৫৬। হাফিজ উদ্দীন খান, সুজন
৫৭। আইনুন নাহার, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৫৮। সৌম্য সরকার, শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
৫৯। কাজী মারুফুল ইসলাম, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬০। ফাহমিদুল হক, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬১। অমিতা চক্রবর্তী, শিক্ষক, সম্পাদক- বয়ান
৬২। আরমান হোসেন, ক্ষুদে ব্যবসায়ী
৬৩। হামিদা হোসেন, মানবাধিকারকর্মী
http://bangla.amarhealth.com/country_news/14965/

রবিবার, ২২ মার্চ, ২০২০

Stay physically active during self-quarantine


Health Desk- 23 March 2020: As new COVID-19 cases continue to emerge in the WHO European Region, many healthy individuals are being requested to stay at home in self-quarantine.
Self-quarantine can cause additional stress and challenge the mental health of citizens. Physical activity and relaxation techniques can be valuable tools to help you remain calm and continue to protect your health during this time.
WHO recommends 150 minutes of moderate-intensity or 75 minutes of vigorous-intensity physical activity per week, or a combination of both. These recommendations can still be achieved even at home, with no special equipment and with limited space. The following are some tips on how to stay active and reduce sedentary behaviour while at home in self-quarantine:
Take short active breaks during the day. Short bouts of physical activity add up to the weekly recommendations. You may use the suggested exercises below as inspiration to be active every day. Dancing, playing with children, and performing domestic chores such as cleaning and gardening are other means to stay active at home.
Follow an online exercise class. Take advantage of the wealth of online exercise classes. Many of these are free and can be found on YouTube. If you have no experience performing these exercises, be cautious and aware of your own limitations.
Walk:
Even in small spaces, walking around or walking on the spot, can help you remain active. If you have a call, stand or walk around your home while you speak, instead of sitting down. If you decide to go outside to walk or exercise, be sure to maintain at least a 1-meter distance from other people.
Stand up:
Reduce your sedentary time by standing up whenever possible. Ideally, aim to interrupt sitting and reclining time every 30 minutes. Consider setting up a standing desk by using a high table or stacking a pile of books or other materials, to continue working while standing. During sedentary leisure time prioritize cognitively stimulating activities, such as reading, board games, and puzzles.
Relax:
Meditation and deep breaths can help you remain calm. A few examples of relaxation techniques are available below for inspiration.
For optimal health, it is also important to remember to eat healthily and stay hydrated. WHO recommends drinking water instead of sugar-sweetened beverages. Limit or avoid alcoholic beverages for adults and strictly avoid these in young people, and pregnant and breastfeeding women, or for other health reasons. Ensure plenty of fruits and vegetables, and limit the intake of salt, sugar and fat. Prefer whole grains rather than refined foods. For more guidance on how to eat healthily, please see the WHO fact sheet on healthy diet.
Warning!!
This guidance is intended for people in self-quarantine without any symptoms or diagnosis
of acute respiratory illness. It should not replace medical guidance in case of any health condition.
Source: WHO

শনিবার, ২১ মার্চ, ২০২০

Coronavirus: Protect your mental health


Health Desk- 22 March 2020: Coronavirus has plunged the world into uncertainty and the constant news about the pandemic can feel relentless.
All of this is taking its toll on people's mental health, particularly those already living with conditions like anxiety and OCD. So how can we protect our mental health?
Being concerned about the news is understandable, but for many people it can make existing mental health problems worse.
When the World Health Organization (WHO) released advice on protecting your mental health during the coronavirus outbreak, it was welcomed on social media.
As Anxiety UK's Nicky Lidbetter explains, the fear of being out of control and unable to tolerate uncertainty are common characteristics of many anxiety disorders. So it's understandable that many individuals with pre-existing anxiety are facing challenges at the moment.
"A lot of anxiety is rooted in worrying about the unknown and waiting for something to happen - coronavirus is that on a macro scale," agrees Rosie Weatherley, spokesperson for mental health charity Mind.
So how can we protect our mental health?
Reading lots of news about coronavirus has led to panic attacks for Nick, a father-of-two from Kent, who lives with anxiety.
"When I'm feeling anxious my thoughts can spiral out of control and I start thinking about catastrophic outcomes," he says. Nick is worried about his parents and other older people he knows.
Having long periods away from news websites and social media has helped him to manage his anxiety. He has also found support helplines, run by mental health charities such as AnxietyUK, useful.

Bangladesh confirms second coronavirus death


Health Desk- 21 March 2020: Bangladesh on Saturday reported the second death from coronavirus.
"Total death from the coronavirus infection in the country is now two. Four new patients have been diagnosed with the disease,” Health Minister Zahid Maleque announced at a press briefing after an inter-ministerial meeting at the Directorate General of Health Services (DGHS).
The deceased, aged around 73, had comorbidity, he said.
The minister said 50 people are in institutional quarantine and around 14000 people are home quarantined countrywide," he said.
The minister assured that those who came here from abroad and used misinformation to avoid home quarantine will be identified from lists sent to local administration.
"Those who arrived here before March are currently safe," he added.
The minister said, "The country has received seven testing machines for the diagnosis of the disease. These will be set up in new locations for testing people with corona symptoms. However as these machines require sophisticated biosafety lab so we need some time" .
He expressed hope that 400 Intensive Care Units (ICUS) will be set up soon.
The World Health Organization on March 11 declared the coronavirus crisis a pandemic.
http://amarhealth.com/country-wide-health/4768/Bangladeshconfirmssecondcoronavirusdeath

COVID-19: WHO DG’s media briefing on 20 March


Health Desk- 21 March 2020: Dr Tedros Adhanom Ghebreyesus, Director-General of World Health Organization (WHO), has spoken in a recent media briefing. The speech of WHO DG has been presented entirely as follows.
Good morning, good afternoon and good evening, wherever you are.
Every day, COVID-19 seems to reach a new and tragic milestone.
More than 210,000 cases have now been reported to WHO, and more than 9,000 people have lost their lives.
Every loss of life is a tragedy. It’s also motivation to double down and do everything we can to stop transmission and save lives.
We also need to celebrate our successes. Yesterday, Wuhan reported no new cases for the first time since the outbreak started.
Wuhan provides hope for the rest of the world, that even the most severe situation can be turned around.
Of course, we must exercise caution – the situation can reverse. But the experience of cities and countries that have pushed back this virus give hope and courage to the rest of the world.
Every day, we are learning more about this virus and the disease it causes.
One of the things we are learning is that although older people are the hardest hit, younger people are not spared.
Data from many countries clearly show that people under 50 make up a significant proportion of patients requiring hospitalization.
Today, I have a message for young people: you are not invincible. This virus could put you in hospital for weeks, or even kill you.
Even if you don’t get sick, the choices you make about where you go could be the difference between life and death for someone else.
I’m grateful that so many young people are spreading the word and not the virus.
As I keep saying, solidarity is the key to defeating COVID-19 - solidarity between countries, but also between age groups.
Thank you for heeding our call for solidarity, solidarity, solidarity.
We’ve said from the beginning that our greatest concern is the impact this virus could have if it gains a foothold in countries with weaker health systems, or with vulnerable populations.
 That concern has now become very real and urgent.
We know that if this disease takes hold in these countries, there could be significant sickness and loss of life.
But that is not inevitable. Unlike any pandemic in history, we have the power to change the way this goes.
WHO is working actively to support all countries, and especially those that need our support the most.
As you know, the collapse of the market for personal protective equipment has created extreme difficulties in ensuring health workers have access to the equipment they need to do their jobs safely and effectively.
This is an area of key concern for us.
We have now identified some producers in China who have agreed to supply WHO.
We’re currently finalizing the arrangements and coordinating shipments so we can refill our warehouse to ship PPE to whoever needs it most.
Our aim is to build a pipeline to ensure continuity of supply, with support from our partners, governments and the private sector. I am grateful to Jack Ma and his foundation as well as Aliko Dangote for their willingness to help provide essential supplies to countries in need.
To support our call to test every suspected case, we are also working hard to increase the global supply of diagnostic tests.
There are many companies globally that produce diagnostic kits, but WHO can only buy or recommend kits that have been evaluated independently, to ensure their quality.
So we have worked with FIND – the Foundation for Innovative New Diagnostics – to contract additional labs to evaluate new diagnostics.
In parallel, we’re working with companies to secure the supply and equitable distribution of these tests.
And we’re also working with companies to increase production of the other products needed to perform the tests, from the swabs used to take samples to the large machines needed to process them.
We’re very grateful for the way the private sector has stepped up to lend its support to the global response.
Just in the past few days I’ve spoken with the International Chamber of Commerce, with many CEOs through the World Economic Forum, and with the “B20” group of business leaders from the G20 countries.
We understand the heavy financial toll this pandemic is taking on businesses and the global economy.
 We’re encouraged by the solidarity and generosity of business leaders to use their resources, experience and networks to improve the availability of supplies, communicate reliable information and protect their staff and customers.
And we’re also encouraged that countries around the world continue to support the global response. We thank Kuwait for its contribution of 40 million U.S. dollars.
In addition to increasing access to masks, gloves, gowns and tests, we’re also increasing access to the evidence-based technical guidance countries and health workers need to save lives.
WHO has published guidelines for health ministers, health system administrators, and other decision-makers, to help them provide life-saving treatment as health systems are challenged, without compromising the safety of health workers.
The guidelines detail actions all countries can take to provide care for patients, regardless of how many cases they have. They also outline specific actions to prepare health systems, according to each of the “4 Cs” – no cases, sporadic cases, clusters of cases, and community transmission.
These guidelines provide a wealth of practical information on screening and triage, referral, staff, supplies, standard of care, community engagement and more.
We encourage all countries to use these and the many other guidelines, which are all available on the WHO website.
But we’re not only advising countries. We also have advice for individuals around the world, especially those who are now adjusting to a new reality.
We know that for many people, life is changing dramatically.
My family is no different – my daughter is now taking her classes online from home because her school is closed.
During this difficult time, it’s important to continue looking after your physical and mental health. This will not only help you in the long-term, it will also help you fight COVID-19 if you get it.
First, eat a health and nutritious diet, which helps your immune system to function properly.
Second, limit your alcohol consumption, and avoid sugary drinks.
Third, don’t smoke. Smoking can increase your risk of developing severe disease if you become infected with COVID-19.
 Fourth, exercise. WHO recommends 30 minutes of physical activity a say for adults, and one hour a day for children.
If your local or national guidelines allow it, go outside for a walk, a run or a ride, and keep a safe distance from others. If you can’t leave the house, find an exercise video online, dance to music, do some yoga, or walk up and down the stairs.
If you’re working at home, make sure you don’t sit in the same position for long periods. Get up and take a 3-minute break every 30 minutes.
We will be providing more advice on how to stay healthy at home in the coming days and weeks.
Fifth, look after your mental health. It’s normal to feel stressed, confused and scared during a crisis. Talking to people you know and trust can help.
Supporting other people in your community can help you as much as it does them. Check in on neighbours, family and friends. Compassion is a medicine.
Listen to music, read a book or play a game.
And try not to read or watch too much news if it makes you anxious. Get your information from reliable sources once or twice a day.
To increase access to reliable information, WHO has worked with WhatsApp and Facebook to launch a new WHO Health Alert messaging service.
This service will provide the latest news and information on COVID-19, including details on symptoms and how to protect yourself.
The Health Alert service is now available in English and will be introduced in other languages next week.
To access it, send the word "hi" to the following number on WhatsApp: +41 798 931 892. We will make this information available on our website later today.
COVID-19 is taking so much from us. But it’s also giving us something special – the opportunity to come together as one humanity – to work together, to learn together, to grow together.
I thank you.
Source: https://www.who.int

শুক্রবার, ২০ মার্চ, ২০২০

COVID-19: IFRC, UNICEF and WHO issue guidance to protect children


Health Desk- 21 March 2020: The International Federation of the Red Cross (IFRC), UNICEF and the World Health Organization (WHO) has recently issued new guidance to help protect children and schools from transmission of the COVID-19 virus.
The guidance provides critical considerations and practical checklists to keep schools safe. It also advises national and local authorities on how to adapt and implement emergency plans for educational facilities.
In the event of school closures, the guidance includes recommendations to mitigate against the possible negative impacts on children’s learning and wellbeing. This means having solid plans in place to ensure the continuity of learning, including remote learning options such as online education strategies and radio broadcasts of academic content, and access to essential services for all children. These plans should also include necessary steps for the eventual safe reopening of schools.
Where schools remain open, and to make sure that children and their families remain protected and informed, the guidance calls for:
Ø  Providing children with information about how to protect themselves;
Ø  Promoting best handwashing and hygiene practices and providing hygiene supplies;
Ø  Cleaning and disinfecting school buildings, especially water and sanitation facilities; and
Ø  Increasing airflow and ventilation.
The guidance, while specific to countries that have already confirmed the transmission of COVID-19, is still relevant in all other contexts. Education can encourage students to become advocates for disease prevention and control at home, in school, and in their community by talking to others about how to prevent the spread of viruses.
UNICEF is urging schools – whether open or helping students through remote learning – to provide students with holistic support.
The new guidance also offers helpful tips and checklists for parents and caregivers, as well as children and students themselves. These actions include:
Ø  Monitoring children’s health and keeping them home from school if they are ill;
Ø  Encouraging children to ask questions and express their concerns; and
Ø  Coughing or sneezing into a tissue or your elbow and avoid touching your face, eyes, mouth and nose.
http://amarhealth.com/kids-corner/4766/COVID-19IFRCUNICEFandWHOissueguidancetoprotectchildren

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

WHO: Over 320,000 learners enrol in online COVID-19 courses


Health Desk- 20 March 2020: Real-time training during global emergencies is critical for effective preparedness and response.
The OpenWHO Massive Online Open Courses for COVID-19 provide learning resources for health professionals, decision-makers and the public. More than 320 000 learners have already enrolled.
As the pandemic continues to evolve, new resources will be added, additional language versions will continue to be rolled out, and existing courses will be updated to best reflect the changing context.
Courses include:
1.       Operational Planning Guidelines to Support Country Preparedness and Response
2.       Infection Prevention and Control
3.       Acute Respiratory Infections (ARIs) and basic hygiene measures to protect against infection
4.       Clinical Care Severe Acute Respiratory Infection
5.       Emerging respiratory viruses, including COVID-19: methods for detection, prevention, response and control
Tedros Adhanom Ghebreyesus, Director-General of the World Health Organization (WHO), tweeted, ‘The Massive Online Open Course at http://OpenWHO.org  has now over 323,000 enrollments for #COVID19 courses. This platform was developed in 2017 as part of pandemic preparedness together with the “managing epidemic” handbook.’
http://amarhealth.com/amar-doctor/4765/WHOOver320000learnersenrolinonlineCOVID-19courses

বুধবার, ১৮ মার্চ, ২০২০

U.S. commits $2.5m to respond to coronavirus in Bangladesh


Health Desk- 19 March 2020: The U.S. government recently announced a commitment of $37 million in financing from the Emergency Reserve Fund for Contagious Infectious Diseases at the U.S. Agency for International Development (USAID) for 25 countries either affected by novel coronavirus COVID-19 or at high risk of its spread. 
In Bangladesh, the U.S. government, through USAID, has mobilized $2,500,000 to support the country’s COVID-19 readiness and response efforts.  This USAID funding will support three priority areas: (1) strengthening infection prevention and control (IPC) measures in health facilities; (2) improving specimen transport and referral systems; and (3) increasing risk awareness communication and outreach.  This builds upon ongoing USAID and other U.S. government investments in the health sector.
The U.S. government is providing these funds to the World Health Organization, other multilateral institutions, and programs led by USAID implementing partners in individual countries.  These are the first U.S. government funds committed from a recent pledge of up to $100 million to be used worldwide.
On March 11, U.S. Ambassador Earl Miller met with Institute of Epidemiology, Disease Control and Research Director Dr. Meerjady Sabrina Flora to notify her of this commitment and advise her of the U.S. plan of action for this funding.  They discussed ways to coordinate the two governments’ actions in countering COVID-19 in Bangladesh, and how future tranches of funding could be best allocated.
Specifically, USAID is providing $700,000 to the World Health Organization to work in partnership with the Government of Bangladesh for rapid diagnosis, case management, IPC, and awareness-raising concerning COVID-19.  USAID is also providing $650,000 for its Infectious Disease Detection and Surveillance (IDDS) program implemented by nonprofit FHI360, and an additional $650,000 to Medicines, Technologies, and Pharmaceutical Services (MTaPS) Program implemented by nonprofit Management Sciences for Health (MSH).  These programs will focus on infection prevention and control and sample transport and referral.
USAID is also providing $500,00 to Johns Hopkins University to develop and disseminate materials to raise wider awareness about COVID-19 in Bangladesh, particularly information critical for front line health care workers.
As the COVID-19 outbreak expands geographically, the U.S. government, through USAID and other agencies, will continue to play a vital role in supporting the global response.
http://amarhealth.com/environment-health/4764/UScommits25mtorespondtocoronavirusinBangladesh

WHO protective measures against new coronavirus


Health Desk- 18 March 2020: Stay aware of the latest information on the COVID-19 outbreak, available on the WHO website and through your national and local public health authority. Most people who become infected experience mild illness and recover, but it can be more severe for others. Take care of your health and protect others by doing the following:
Wash your hands frequently
Regularly and thoroughly clean your hands with an alcohol-based hand rub or wash them with soap and water.
Why? Washing your hands with soap and water or using alcohol-based hand rub kills viruses that may be on your hands.
Maintain social distancing
Maintain at least 1 metre (3 feet) distance between yourself and anyone who is coughing or sneezing.
Why? When someone coughs or sneezes they spray small liquid droplets from their nose or mouth which may contain virus. If you are too close, you can breathe in the droplets, including the COVID-19 virus if the person coughing has the disease.
Avoid touching eyes, nose and mouth
Why? Hands touch many surfaces and can pick up viruses. Once contaminated, hands can transfer the virus to your eyes, nose or mouth. From there, the virus can enter your body and can make you sick.
Practice respiratory hygiene
Make sure you, and the people around you, follow good respiratory hygiene. This means covering your mouth and nose with your bent elbow or tissue when you cough or sneeze. Then dispose of the used tissue immediately.
Why? Droplets spread virus. By following good respiratory hygiene you protect the people around you from viruses such as cold, flu and COVID-19.
Seek medical care early if you have fever, cough and difficulty breathing.
Stay home if you feel unwell. If you have a fever, cough and difficulty breathing, seek medical attention and call in advance. Follow the directions of your local health authority.
Why? National and local authorities will have the most up to date information on the situation in your area. Calling in advance will allow your health care provider to quickly direct you to the right health facility. This will also protect you and help prevent spread of viruses and other infections.
Stay informed and follow advice given by your healthcare provider.
Stay informed on the latest developments about COVID-19. Follow advice given by your healthcare provider, your national and local public health authority or your employer on how to protect yourself and others from COVID-19.
Why? National and local authorities will have the most up to date information on whether COVID-19 is spreading in your area. They are best placed to advise on what people in your area should be doing to protect themselves.

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

বিএসএমএমইউতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন


স্বাস্থ্য ডেস্ক- ১৮ মার্চ ২০২০: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিনামূল্যে সার্জারি, বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, ওপেন হার্ট সার্জারি, কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপিত হয়েছে।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ১৭ মার্চ ২০২০ইং তারিখে রাত ১২টা ১ মিনিটে ‘মুজিব শতবর্ষের লোগো সম্বলিত’ বেলুন উড়িয়ে অত্র বিশ্ববিদ্যালয় গৃহীত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এরপর মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ত্রয়, কোষাধ্যক্ষ, ডীনবৃন্দ, শিক্ষকবৃন্দ, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীবৃন্দকে সাথে নিয়ে বি ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। 
মাননীয় উপাচার্য মহোদয় বহির্বিভাগে সকাল ৮টায় রোগীদের হাতে টিকেট তুলে দেয়ার মাধ্যমে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা কার্যক্রম, বিনামূল্যে ল্যাবরেটরি সেবা প্রদান কার্যক্রম ও কেবিন ব্লকে ফ্রি সার্জারি সেবা কার্যক্রম, সকাল ৯টা ৩০ মিনিটে অত্র বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরের পাশে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা কার্যক্রম, এরপর এই বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে শিশুদের অংশগ্রহণে স্বল্প পরিসরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ ডা. মিলন হলে শিশু অনুষদের বিভিন্ন বিভাগের সেবাপ্রাপ্ত শিশু ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে অভিজ্ঞতা ও মতবিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
কর্মসূচীর মধ্যে আরো ছিল দুপুর ১টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুর দেড়টায় বাদ জোহর অত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল। এছাড়াও মঙ্গলবার রাত ৮টায় জাতির পিতার শততম জন্মবার্ষিকীতে ১০০ পাউন্ডের কেক কাটা হয়।
দিনব্যাপী ফ্রি সার্জারি বা বিনামূল্যে অপারেশন কার্যক্রমে এনেসেথেশিয়া বিভাগের সহায়তায় জেনারেল সার্জারি, নিউরোসার্জারি, অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি, অবস এন্ড গাইনী, হেপাটোবিলিয়ারি সার্জারি, কার্ডিয়াক সার্জারি, অর্থোপেডিক সার্জারিসহ সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ৫৯ রোগীর বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করেন বিশেষজ্ঞ সার্জনবৃন্দ।
বহির্বিভাগে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানের আওতায় মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগে ৩৩২২ জন রোগী, সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ২০৩০ জন রোগী এবং ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে ২২০ জনসহ ৫৫৭২ জন রোগী সেবা গ্রহণ করেন। বিনামূল্যে ল্যাবরেটরি পরীক্ষা-নীরিক্ষাসমূহ ও রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের আওতায় বিভিন্ন ধরণের ৮ শতাধিক পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে প্রদান করা হয়।  এছাড়া স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের আওতায় ২০ ব্যাগ রক্ত সংগ্রহ ও বিনামূল্যে পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
এসকল কর্মসূচীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম প্রমুখসহ বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানগণ, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মুজিব শতবর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বছরব্যাপী নানান কর্মসূচী হাতে নেয়া হয়েছে। 

দেশে করোনা সনাক্তের পর্যাপ্ত কীট রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


নোমান পাটোয়ারী- ১৭ মার্চ ২০২০: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, বাংলাদেশে করোনা সনাক্তের পর্যাপ্ত কীট রয়েছে। তিনি আরো বলেন, গত দুই মাস যাবত স্বাস্থ্য সচিব, পরিচালকবৃন্দ সহ সকলকে নিয়ে নিরলস ভাবে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন রাজধানীর শ্যামলীতে অবস্থিত ঢাকা শিশু হাসপাতালে টাইপ- ডায়াবেটিক সেবা কর্ণার উদ্বোধন কালে এসব কথা বলেন।  
এ সময় মাননীয় মন্ত্রী জাহিদ মালেক স্বপন করোনা মোকাবেলায় সকলের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। তিনি বলেন, এই রোগটির বিস্তার রোধে ইতোমধ্যে আমরা জাতীয় কমিটির পাশাপাশি ওয়ার্ড পর্যায়েও কমিটি করেছি।
তিনি খুব প্রয়োজন না হলে জনসমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানান। সেই সাথে ইরানের পরিস্থিতির কথাও উল্লেখ করেন, যেখানে জনসমাবেশ থেকে খুব দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।
এরপর তিনি শিশু হাসপাতালের মূল ভবনের দোতলায় অবস্থিত কার্ডিয়াক ইউনিটের পাশে অবস্থিত টাইপ- ডায়াবেটিক সেবা কর্ণারটি পরিদর্শন কালে রোগিদের খোজখবর নেয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আসাদুল ইসলাম, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, চেয়ারম্যান, ঢাকা শিশু হাসপাতাল; অধ্যাপক সৈয়দ শফী আহমেদ, পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল প্রমুখ।


হাম-রুবেলার টীকাদান কার্যক্রম স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী



নোমান পাটোয়ারী- ১৭ মার্চ ২০২০: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার ফলে শিক্ষার্থীদের এখন হাম-রুবেলা টীকার আওতায় আনা সম্ভব হবে না। তাই, খুব শীঘ্রই সঠিক সময় দেখে আবার কার্যক্রম চালু করা হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন রাজধানীর শ্যামলীতে অবস্থিত ঢাকা শিশু হাসপাতালে টাইপ- ডায়াবেটিক সেবা কর্ণার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।  
এরপর তিনি মূল ভবনের দোতলায় অবস্থিত কার্ডিয়াক ইউনিটের পাশে অবস্থিত টাইপ- ডায়াবেটিক সেবা কর্ণারটি পরিদর্শন কালে রোগিদের খোজখবর নেয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আসাদুল ইসলাম, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, চেয়ারম্যান, ঢাকা শিশু হাসপাতাল; অধ্যাপক সৈয়দ শফী আহমেদ, পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল প্রমুখ।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি করোনা পরিস্থিতিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি স্থগিত করেছে। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি বলা হয়, আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এ টিকাদান কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল। কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ৩ কো‌টি ৪০ লাখ শিশু‌কে এই টিকা দেয়ার কথা ছিল, যা করোনাভাইরাস পরিস্থিতির জন্য আপাতত স্থগিত করা হলো।




ঢাকা শিশু হাসপাতালে টাইপ- ১ ডায়াবেটিক সেবা কর্ণার উদ্বোধন


নোমান পাটোয়ারী- ১৭ মার্চ ২০২০: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ মালেক স্বপন রাজধানীর শ্যামলীতে অবস্থিত ঢাকা শিশু হাসপাতালে টাইপ- ডায়াবেটিক সেবা কর্ণার উদ্বোধন করেন।  
বঙ্গবন্ধুর জন্মদিনে মঙ্গলবার দুপুরে বেলুন ও সাদা পায়রা উড়িয়ে এই কর্ণারটি আনু্ষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
মাননীয় মন্ত্রী জাহিদ মালেক স্বপন তাঁর বক্তব্যে বলেন, শিশুদের সঠিক নিয়মে ইনসুলিন প্রদানের লক্ষ্যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনে আমরা টাইপ- ডায়াবেটিক সেবা কর্ণার উদ্বোধন করলাম। যারা টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত, তারা যদি নিয়মিত এই ইনসুলিন পায় তাহলে সুস্থ্ হয়ে বেড়ে উঠবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে প্রায় ১৮ হাজার টাইপ- ডায়াবেটিস আক্রান্ত শিশু আছে। যেখানে বারডেম থেকে মাত্র ৬ হাজার শিশুকে ইনসুলিন দেয়া হচ্ছে যা নিশ্চয়ই অপ্রতুল।
এরপর তিনি মূল ভবনের দোতলায় অবস্থিত কার্ডিয়াক ইউনিটের পাশে অবস্থিত টাইপ- ডায়াবেটিক সেবা কর্ণারটি পরিদর্শন কালে রোগিদের খোজখবর নেয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আসাদুল ইসলাম, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, চেয়ারম্যান, ঢাকা শিশু হাসপাতাল; অধ্যাপক সৈয়দ শফী আহমেদ, পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল প্রমুখ।
উল্লেখ্য, টাইপ ১ ডায়াবেটিসকে একসময় জুভেনাইল ডায়াবেটিস বা ইনসুলিন-ডিপেন্ডডেন্ট ডায়াবেটিস বলা হত। এটি এমন এক ক্রনিক রোগ, যখন প্যাংক্রিয়াস আদৌ ইনসুলিন তৈরি করে না বা করলেও খুব সামান্য করে।

http://bangla.amarhealth.com/goodnews/14944/-