স্বাস্থ্য ডেস্ক- ২৫ ফেব্রুয়ারি ২০২০:
চীনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসলেও মধ্যপ্রাচ্যসহ নতুন কয়েকটি দেশে করোনা
ভাইরাস ছড়িয়ে পড়ায় কিছুটা আতঙ্কের বিষয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ
মালেক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে পাঁচশত করোনাভাইরাস
শনাক্তকরণ কিট হস্তান্তর করে চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় স্বাস্থ্যমন্ত্রী একথা
বলেন।
জাহিদ মালেক বলেন, ইতোমধ্যেই ৩ লাখ মানুষের পরীক্ষা করা
হয়েছে। এরমধ্যে কাউকে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা যায়নি। এ সময় স্বাস্থ্য সচিবও
উপস্থিত ছিলেন।
তবে বাংলাদেশের সব হাসপাতালে করোনা রোগী সনাক্ত করার যথেষ্ঠ
প্রস্তুতি রয়েছে, কারো ফ্লু হলেই সাথে সাথেই খবর পাওয়া যাচ্ছে। রোগে আক্রান্ত হলেও
চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন