স্বাস্থ্য
ডেস্ক- ১৪ ফেব্রুয়ারি, ২০২০: সিরাজগঞ্জের বিশেষ শিশুদের
স্কুল ‘যমুনা আহাদ আলী অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়’-এর ১২ বছর পূর্তিতে সেখানে
গিয়েছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ও তাঁর পুতুল নাচের দল ‘টুগেদার উই ক্যান’।
কাজী নওশাবার সঙ্গে ছিলেন ‘মধু হই হই’ গেয়ে জনপ্রিয়
হওয়া গায়ক ইমরান হোসেন।
চরাঞ্চলের স্কুলটির শিক্ষার্থীরা নওশাবার পাপেট শো ও
পুতুল নাচ ভীষণ উপভোগ করে। সমাজসেবায় নিয়মিতই পাওয়া যায় ‘ঢাকা অ্যাটাক’ অভিনেত্রীকে।
বিশেষ শিশুদের সান্নিধ্য পেয়ে ভীষণ আপ্লুত নওশাবা জানান,
সুযোগ করে আবারও ছুটে যাবেন বিশেষ এই শিশুদের কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন