সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

মানসিক স্বাস্থ্যে উন্নয়নে মনের পরিচর্যা করতে হবে



স্বাস্থ্য ডেস্ক: ১৫ অক্টোবর’ ১৯: মানসিক স্বাস্থ্যসেবা শুধু মানসিক রোগীদের জন্য নয় বরং এই সেবা সবার জন্য বলে মন্তব্য করেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল।
তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য মনকে পরিচর্যা করতে হবে। মন কি-তা সাধারণ মানুষকে চিনিয়ে দিতে হবে। মনের জানালা হলো পঞ্চ-ইন্দ্রিয়। শিশুর সুস্থ মানসিক ও সামাজিক বিকাশের জন্য শিশু প্রতিপালন ব্যবস্থা জোরদার করতে হবে এবং এজন্য বাবা-মায়ের প্রশিক্ষণ প্রয়োজন।
সোমবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে ঢাকা আহ্ছানিয়া মিশনের মনোযত্ন কেন্দ্রের সমন্বয়ক ও চিকিৎসা মনোবিজ্ঞানী মো. আমির হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে জানান, ১৫-২৯ বয়সীদের মধ্যে মৃত্যুর দ্বিতীয় মুখ্য কারণ হলো আত্মহত্যা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া আত্মহত্যার ৭৫ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে ঘটে থাকে যাদের বেশীরভাগই বয়স ১৮-৪০ এর মধ্যে। বিশ্বে আত্মহত্যার কারণে প্রতি ৪০ সেকেন্ডে ১ জন ব্যক্তির মৃত্যু ঘটে।
আমির হোসেন আরো জানান, আত্মহত্যা করছেন এমন মানুষগুলোর বেশীর ভাগই মানসিক সমস্যায় ভুগে থাকে। এদিক থেকে বলতে গেলে আত্মহত্যার প্রধান কারণ হিসেবে মানসিক সমস্যাকেই ধরা হয়। বাংলাদেশে মেয়েদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি।
ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. এস এম খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারজানা রহমান (দিনা)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক মো. মোখলেছুর রহমান।
http://bangla.amarhealth.com/country_news/14034/------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন