স্বাস্থ্য
ডেস্ক: ১০ অক্টোবর’ ১৯: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফলোআপ চিকিৎসার জন্য বৃহস্পতিবার সিঙ্গাপুর যাচ্ছেন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তার বাইপাস সার্জারি
পরবর্তি স্বাস্থ্য পরীক্ষা হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য কর্মকর্তা আবু নাছের
এ কথা জানিয়ে বলেন, দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের উড়োজাহাজযোগে তিনি
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন। একদিন
পর অর্থাৎ শুক্রবার রাত সাড়ে দশটায় তার দেশে ফেরার কথা রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন