স্বাস্থ্য
ডেস্ক: ১০ অক্টোবর’ ১৯: বৈধ ভিসায় ভারতে ভ্রমণকারী কোনো বাংলাদেশি
নাগরিক ভারতে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে, তাকে ভারতীয় হাসপাতালে ভর্তি হওয়ার জন্য
তার প্রাথমিক ভিসাকে মেডিক্যাল ভিসায় রূপান্তর করার প্রয়োজন হবে না।
এছাড়া কোনো বিদেশি নাগরিক ভারতে প্রবেশের আগে থেকেই আক্রান্ত
এমন রোগের (অঙ্গ প্রতিস্থাপন ছাড়া) ইনডোর মেডিক্যাল ট্রিটমেন্ট প্রাথমিক ভিসাতেই করতে
পারবেন। বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেস নোটে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে ট্যুরিস্ট কিংবা অন্য ভিসায় ভারতে প্রাথমিক চিকিৎসার
অনুমতি থাকলেও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার করানোর অনুমতি ছিল না। নতুন এ নিয়মে ভারতে
চিকিৎসা নেওয়া বাংলাদেশিদের জন্য আরো সহজ হবে।
http://bangla.amarhealth.com/goodnews/13997/
http://bangla.amarhealth.com/goodnews/13997/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন