বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

নেত্রকোনায় ফার্মেসি ও বেকারিতে জরিমানা



স্বাস্থ্য ডেস্ক: ১১ অক্টোবর’ ১৯: নেত্রকোনার পূর্বধল এবং কেন্দুয়া উপজেলায় বিক্রয় নিষিদ্ধ ওষুধ ও ভেজাল খাদ্য তৈরিসহ বিক্রির দায়ে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে অধিদফতরের জেলার সহকারী পরিচালক শাহ্ আলম এ জরিমানা করেন।
এরমধ্যে পূর্বধলা উপজেলা বাজারে ফার্মেসিতে দশ হাজার ও কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে বেকারিতে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন- জেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, বাজার কর্মকর্তা আজমল হোসাইন, উপজেলার স্যানিটরি ইন্সপেক্টর হাশিম উদ্দিন খান (পূর্বধলা) ও আব্দুল গফুর (কেন্দুয়া) সহ জেলার পুলিশ সদস্যরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন