রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

জাপানে টাইফুনের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১০


স্বাস্থ্য ডেস্ক: ১৩ অক্টোবর’ ১৯: জাপানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হাজিবিস আঘাত হেনেছে। এতে এখনও পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও শ’ খানেক।
দেশটির কর্মকর্তারা জানায়, টোকিওর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাতের পর টাইফুনটি দেশটির পূবাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। হতাহতের আশঙ্কায় নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে প্রায় ৭০ লাখ মানুষকে। বাতিল হয়েছে হাজারো ফ্লাইট।
দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন, এবারের টাইফুনটি গেল ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে।
ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই সরকার এক সতর্কবার্তা জারি করে বলেছে, ১৯৫৮ সালের পর সর্বোচ্চ শক্তিশালী সুপার টাইফুন জাপানে আঘাত হানতে যাচ্ছে। ইতোমধ্যে দেশটিতে নজিরবিহীন বৃষ্টিপাত শুরু হয়েছে, যে কারণে কর্তৃপক্ষ বর্ষণ দুর্যোগের সর্বোচ্চ সতর্ক সংকেত জারি করেছে।http://bangla.amarhealth.com/spotlight/14023/-------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন