ডেস্ক
রিপোর্ট: ১০ অক্টোবর’ ১৯: ১০ অক্টোবর ১৯৭১ সাল । এদিন, ৮নং সেক্টরের
বায়রা সাব-সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের এক প্লাটুন সৈন্যকে এ্যামবুশ করে। এই এ্যামবুশে
৪ জন পাকসেনা নিহত ও ২ জন রাজাকার বন্দি হয়।ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং
নয়াদিল্লিতে বলেন, বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে।
শরণার্থীদের জন্য
বিদেশী সাহায্য বাংলাদেশ সঙ্কটের রাজনৈতিক সমাধান দেবে না। বাংলাদেশ সরকারের রাজনৈতিক
সমাধানের অর্থ হবে বাংলাদেশ সরকারের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান।সিলেটের কুলাউড়ায়
মুক্তিবাহিনী পাকসেনাদের বিরুদ্ধে এক অভিযান চালায়। এই অভিযানে পাকবাহিনীর ৫ জন সৈন্য
নিহত হয়। পরে দু‘জন রাজাকার অস্ত্রশস্ত্রসহ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনী চারাবাড়ি ও পোড়াবাড়ি ঘাট নিরাপদ
করার লক্ষ্যে পোড়াবাড়ির একমাত্র পাকা সড়কের বড় সেতু ও পাশের আর একটি সেতু ধ্বংস করে।
সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি সংলগ্ন এই সেতুটি এবং কিছু দূরের বেলতা
সেতু ধ্বংস করে দেয়ার পর উক্ত এলাকা পাকহানাদার মুক্ত হয়।যমুনা নদীতে মুক্তিবাহিনী
পাকিস্তানি সেনাবাহিনীর একটি গানবোটের ওপর দুঃসাহসিক অভিযান চালায়। এই অভিযানে পাকসেনাদের
গানবোটটি বিধ্বস্ত হয়ে পানিতে ডুবে যায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন